বুধবার, এপ্রিল ২৪, ২০২৪

গাইবান্ধায় নৌকাডুবির ঘটনায় নিখোঁজ শিশুর সন্ধানে চলেছে উদ্ধার অভিযান

যা যা মিস করেছেন

তাসলিমুল হাসান সিয়াম, গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার ফুলছড়ি ও সাঘাটা উপজেলার সীমান্ত এলাকা চৌভাগিয়া (গাবগাছি) বিয়ের নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ রয়েছে এক শিশু। নিখোঁজ শিশুর সন্ধানে কাজ করছে রংপুর থেকে আগত ডুবরীদল।

 

নিখোঁজ শিশু গাইবান্ধা সদর উপজেলার মধ্যপাড়া গ্রামের মৃত মোহাম্মদ আলীর মেয়ে তৃতীয় শ্রেণির ছাত্রী মোহনী (১১)।

 

 

ঘটনার বিবরণে জানা যায়, গতকাল বুধবার গাইবান্ধা শহরের মধ্যপাড়া এলাকার হাবলু মিয়ার পুত্র মানিক ফুলছড়ি উপজেলার ফুলছড়ি ইউনিয়নের বাজে ফুলছড়ির আদর্শ গ্রামের খট্টু মিয়ার মেয়ে রাশেদা আক্তারের বিয়ে করতে যায়। বিয়ে শেষে বর যাত্রীসহ ৪০ জন একটি নৌকায় করে রাত সাড়ে ৭ টার দিকে সাঘাটা উপজেলার সুইট চেয়ারম্যানের বাড়ির ঘাটে ফিরছিলো। ফেরার পথে নদীতে ঘন কুয়াশার কারণে ফুলছড়ি-সাঘাটা উপজেলার সীমান্ত এলাকা চৌভাগিয়া (গাবগাছি) এলাকায় বড় যাত্রীবাহী নৌকাটিকে অপর একটি নৌকা ধাক্কা দিলে নৌকাটি ডুবে যায়। এসময় নৌকায় থাকা যাত্রীরা নদীর তীরে উঠতে পারলেও এক শিশু তলিয়ে যায়। এঘটনায় বিয়ের কনেসহ ৪জন আহত হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। বৃহস্পতিবার সকাল থেক নিখোঁজ শিশুটি উদ্ধারে কাজ করছে ডুবরী দল।

 

 

ফুলছড়ি থানার অফিসার ইনচার্জ কাওছার আলী ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ

x  Powerful Protection for WordPress, from Shield Security
This Site Is Protected By
Shield Security