বুধবার, এপ্রিল ২৪, ২০২৪

গৃদকালিন্দিয়া ডিবেটিং সোসাইটির নতুন কমিটি ও স্কুল পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

যা যা মিস করেছেন

চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায় ‘গৃদকালিন্দিয়া ডিবেটিং সোসাইটি’র নতুন কমিটি গঠিত হয়েছে। কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ ফয়সাল ইসলাম (তাহসান) এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন সাঈদ হাসান রাফি, সহ-সভাপতি নাজমুস সাকিব (রুয়েট), জিল্লুর রহমান অভ্র, যুগ্ম-সাধারণ সম্পাদক বাঁধন শীল, সাংগঠনিক সম্পাদক শামসুল ইসলাম রনি ও সহ-সাংগঠনিক সম্পাদক তানজিদুল ইসলাম শিশির। কমিটির উপদেষ্টা হিসেবে মনোনীত হয়েছেন মোঃ রুবেল পাটোওয়ারী, রায়হান পাটোওয়ারী, মোঃ মোজাহের হোসেন (সোহান) (কুয়েট) , রাকিবুল ইসলাম (কুবি), তালহা মাহীন সিদ্দীক (পবিপ্রবি), মোঃ মাহবুব আলম, (হাবিপ্রবি), কাদের মাহমুদ রাজু (বশেমুরবিপ্রবি)। ‘গৃদকালিন্দিয়া ডিবেটিং সোসাইটি’ (জিডিএস) এর আত্মপ্রকাশের পরপরই গৃদকালিন্দিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজন করা হয় মাধ্যমিক পর্যায়ের স্কুল বিতর্ক প্রতিযোগিতা-২০২২ এর প্রথম আসর। “যুক্তিই হোক মুক্তির পথ” এই স্লোগান কে প্রতিপাদ্য করে গত ৬ আগস্ট (শনিবার) অনুষ্ঠিত হয় আয়োজিত বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড। বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডে সভাপতিত্ব করেন গৃদকালিন্দিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ জাহাঙ্গীর হোসেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৬ নং দক্ষিণ রূপসা ইউনিয়ন চেয়ারম্যান এবং মৌলবী আইউব আলী সমাজ কল্যাণ পরিষদের সভাপতি মোঃ শরীফ হোসেন খাঁন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক প্রভাষক মোঃ বেলায়েত হোসেন খাঁন, গৃদকালিন্দিয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বিপ্লব চক্রবর্তী, ইউসুফ হোসেন, রাজা মিয়া এবং বিতর্কের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন একই বিদ্যালয়ের শিক্ষক রিয়া আক্তার, গৃদকালিন্দিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জনাব ফরহাদ মাশফিকসহ অন্যান্য শিক্ষকবৃন্দ। উক্ত প্রতিযোগিতায় আরও উপস্থিত ছিলেন সাংবাদিক ও সংগঠক নুরুল ইসলাম ফরহাদ, ফরিদগঞ্জ মানবাধিকার সোসাইটি গভর্নর ও ফরিদগঞ্জ লেখক ফোরামের সভাপতি কাওসার আহমেদ। প্রতিযোগিতার পৃষ্ঠপোষকতা করে কল বাজার কমিউনিটি, মীম ডেন্টাল পয়েন্ট ও ইজি নেট। এছাড়াও মিডিয়া পার্টনার হিসেবে ছিলো তরুণোদয়। এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি ফয়সাল ইসলাম (তাহসান), সাধারণ সম্পাদক, সাঈদ হাসান রাফি, সহ-সাধারণ সম্পাদক, বাঁধন শীল, সাংগঠনিক সম্পাদক শামসুল ইসলাম রনি, সহ-সাংগঠনিক সম্পাদক তানজিদুল ইসলাম শিশির, উপদেষ্টাদের মধ্যে উপস্থিত ছিলেন,খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ডিবেটিং ক্লাবের সাবেক সদস্য মোঃ মোজাহের হোসেন (সোহান) এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ডিবেটিং ক্লাবের কার্যকরি সদস্য তালহা মাহীন সিদ্দীক। বিতর্কের বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন জাতীয় টেলিভিশন বিতার্কিক শামীম হাসান নিশান, জেলা পর্যায়ের চ্যাম্পিয়ন বিতার্কিক আবদুল্লাহ আল নোমান ও জেলা চ্যাম্পিয়ন ও ফরিদগঞ্জ এ.আর. পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক সাধারণ সম্পাদক জায়েদুর রহমান নিরব। মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন সংগঠনের সহ-সাংগঠনিক সম্পাদক ও ফরিদগঞ্জ এ.আর. পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি তানজিদুল ইসলাম শিশির। অনুষ্ঠানের প্রধান অতিথি শরীফ হোসেন তার বক্তব্যে বিতর্ক প্রতিযোগিতা আয়োজনের সাথে সংশ্লিষ্ট সকললের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। এসময় অন্যান্য অতিথিবৃন্দ শিক্ষার্থীদের ভবিষ্যতে বিতর্কের প্রতি আরো আগ্রহী হওয়ার পাশাপাশি পড়াশুনার প্রতি আরো দায়িত্ববান হওয়ার প্রতি গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক শামসুল ইসলাম রনি এবং ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের দায়িত্ব পালন করেন সহ-সাধারণ সম্পাদক বাঁধন শীল। বিতর্ক প্রতিযোগিতার বিষয় ছিলো “শিশুর মেধা বিকাশে রাষ্ট্রের চেয়ে পরিবারের ভূমিকাই অধিক।” এতে পক্ষ দলে ছিলো গৃদকালিন্দিয়া উচ্চ বিদ্যালয় ও বিপক্ষ দলে ছিলো গৃদকালিন্দিয়া বালিকা উচ্চ বিদ্যালয়। পক্ষ দলের বক্তারা ছিলেন মোঃ জুবায়ের হোসেন, আলী আহসান জুবায়ের ও দলপ্রধান মোঃ শ্রাবণ। বিপক্ষ দলের বক্তারা ছিলেন রাইয়ানা বিনতে ফাতেমা রহিম, জান্নাতুল ফারিহা ও দলপ্রধান সাবিকুন্নার। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় গৃদকালিন্দিয়া বালিকা উচ্চ বিদ্যালয় রানার্সআপ হয় গৃদকালিন্দিয়া উচ্চ বিদ্যালয়। সর্বোচ্চ ৮২ নম্বর পেয়ে শ্রেষ্ঠ বক্তা হিসেবে নির্বাচিত হন পক্ষ দলের দলপ্রধান মোঃ শ্রাবণ। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে চ্যাম্পিয়ন ও রানার্সআপ ক্রেস্ট এবং সার্টিফিকেট তুলে দেন অতিথিরা। উল্লেখ্য, চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার গৃদকালিন্দিয়ায় স্থানীয় উদীয়মান মেধাবীদের আন্তরিক প্রচেষ্টায় গত ১১ জুলাই-২০২২ আত্মপ্রকাশ ঘটে “গদকালিন্দিয়া ডিবেটিং সোসাইটি” (জিডিএস) নামক নতুন বিতর্ক সংগঠনের।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ

x  Powerful Protection for WordPress, from Shield Security
This Site Is Protected By
Shield Security