বৃহস্পতিবার, মে ২, ২০২৪

স্কুল মাঠে ফুটবল খেলতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

যা যা মিস করেছেন

পেয়ার আহাম্মদ চৌধুরী,ফেনী জেলা প্রতিনিধি: ফেনীর পরশুরামে স্কুল মাঠে ফুটবল খেলতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মো: পারভেজ (১২) নামের পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থী মারা গেছে। শুক্রবার (৫ আগষ্ট) সকাল ১০টার দিকে পরশুরাম পৌর এলাকার অনন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুলের ছাদে এ ঘটনা ঘটে। নিহত মো: পারভেজ উপজেলার চিথলিয়া ইউনিয়নের পূর্ব অলকা গ্রামের শাহ্ আলমের ছেলে। সে অনন্তপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। শাহ আলমের দুই ছেলে এক মেয়ের মধ্যে পারভেজ সবার বড়। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, শুক্রবার সকালে পারভেজ সহপাঠীদের সঙ্গে বিদ্যালয়ের মাঠে ফুটবল খেলছিল। ফুটবলটি স্কুলের ছাদে উঠে গেলে পারভেজ সেটি আনতে ছাদে যায়। সেখানে বিদ্যুতের তারে জড়িয়ে যায় সে। নামতে দেরি হওয়ায় সহপাঠীরা তাকে বল নিয়ে নিচে নামতে চিৎকার করে ডাকতে থাকে। কোনো সাড়া না পেয়ে তারা ছাদে গিয়ে দেখে বিদ্যুতের তারে জড়িয়ে মারা গেছে পারভেজ। খবর পেয়ে পরশুরাম থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরশুরাম ফায়ার সার্ভিসের লোকজনকে খবর দেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে পারজের মরদেহ নামিয়ে আনেন। অনন্তপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল হালিম জানান, পারভেজ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র। ফুটবল নামাতে গিয়ে ছাদের ওপর দিয়ে যাওয়া পল্লি বিদ্যুতের তারে জড়িয়ে সে মারা গেছে। এ ব্যাপারে পরশুরাম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সাইফুল ইসলাম বলেন, স্কুলের ছাদে বিদ্যুতের তারে জড়িয়ে নিহত হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ফায়ার সার্ভিসের সহযোগিতায় বেলা সাড়ে ১২টার দিকে মরদেহ উদ্ধার করে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ

x  Powerful Protection for WordPress, from Shield Security
This Site Is Protected By
Shield Security