বৃহস্পতিবার, মে ২, ২০২৪

বশেমুরবিপ্রবিতে বঙ্গবন্ধু ও বঙ্গবন্ধুর পরিবারের নামে কোরবানি

যা যা মিস করেছেন

ঈদুল আজহা উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের নামে কোরবানি দেয়ার উদ্যোগ গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী চলতি বছরে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের নামে একটি গরু ও একটি খাসি কোরবানি দেয়া হবে। এ বিষয়ে দায়িত্বরত উপাচার্যের ব্যক্তিগত সহকারী মো: আলমগীর হোসেন বলেন, ‘ইতোমধ্যে আমরা গরু ও খাসি ক্রয়ের কাজ প্রায় সম্পন্ন করেছি। আমাদির আবাসিক হলসমূহে আন্তর্জাতিক শিক্ষার্থী সহ বেশ কিছু শিক্ষার্থী অবস্থান করছেন। এছাড়া হল খোলা রাখাসহ বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার কাজে নিয়োজিত নিরাপত্তারক্ষীরাও তাদের পরিবারের কাছে যেতে পারছে না। পরিবার থেকে দূরে থাকলেও বিশ্ববিদ্যালয়ের অবস্থানরত শিক্ষার্থীসহ এসকল নিরাপত্তারক্ষীরাও যাতে ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয় তাই কোরবানির মাংস দিয়ে তাদের জন্য বিশেষ খাবারের আয়োজন করা হবে।’ প্রসঙ্গত, ২০২১ সালে ঈদুল আজহায় প্রথম বারের মত উপাচার্য ড. একিউএম মাহবুবের উদ্যোগে বশেমুরবিপ্রবিতে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের নামে একটি গরু কোরবানি দেয়া হয়।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ

x  Powerful Protection for WordPress, from Shield Security
This Site Is Protected By
Shield Security