বুধবার, এপ্রিল ২৪, ২০২৪

বৃটিশ বাংলাদেশ চেম্বরঅবকমার্সের উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণবিতরণ

যা যা মিস করেছেন

স্টাফ রিপোর্টার ঃ বৃটিশ বাংলাদেশ চেম্বরঅবকমার্সের উদ্যোগে বিশিষ্ট শিল্পপতি ফারুক চৌধুরীর সৌজন্যে প্রেসক্লাবের সহযোগিতায় বন্যাকবলিত এলাকার হতদরিদ্র পরিবারের নারী ও পুরুষদের মাঝে শাড়িও পাঞ্জাবি বিতরণ করা হয়। গতকাল রবিবার বিকাল ৩টায় সুনামগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে দেড় শতাধিক নারী ও পুরুষের মাঝে এসব বিতরণ করা হয়েছে। উল্লেখ্য যে, গত শুক্রবার শিল্পপতি ফারুক চৌধুরী ও জেলা আইনজীবি সমিতির সভাপতি অ্যাড. রোকেস লেইস সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেরগুল আহমেদের কাছে এসব ত্রাণসামগ্রী হস্তান্তর করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা আইজীবি সমিতির সহ-সাধারণ সম্পাদক অ্যাড. মাহবুবুল হাছান শাহীন, সুনামগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ আমিনুল হক, দৈনিক সুনামগঞ্জ ডাকের স্টাফ রিপোর্টার সুলেমান কবির প্রমুখ। খেলাফত মজলিসের উদ্যোগে বন্যার্তদের মাঝে নগদ অর্থ বিতরণ স্টাফ রিপোর্টার ঃ খেলাফত মজলিসের উদ্যোগে সুনামগঞ্জ জেলায় বন্যার্তদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। গতকাল রবিবার দুপুরে সুনামগঞ্জ প্রেসক্লাবে সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা উলামা মাশায়েখদের মাঝে নগদ অর্থ বিতরণ করেন খেলাফত মজলিসের কেন্দ্রিয় নেতৃবৃন্দ। এর পূর্বে সকালে পৌর শহরের পাঠানবাড়ি, হাছনবাহার, সদর উপজেলার মনিপুরহাটি, বাহাদুরপুর, জয়নগর এলাকার সাধারণ মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়। ত্রাণ বিতরণ পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমেদ, কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত জালালী, কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক মাওলানা হারুন রশীদ ভ’ইয়া, ঢাকা মহানগর ভারপ্রাপ্ত সভাপতিমূর মোহাম্মদ আজিজ, ছাত্র মজলিসের কেন্দ্রিয় জেনারেল সেক্রেটারী মোঃ খালেদ সাইফুল্লাহ, সুনামগঞ্জ জেলা খেলাফত মজলিসের সাবেক সভাপতি মাওলানা মুছা মোল্লা, সহ-সভাপতি শেখ ওয়ারিস উদ্দিন, মাওলানা সৈয়দ সাহিদ আহমদ, মাওলানা নূরুল আলম খান জাহাঙ্গীর, মাওলানা দেলোয়ার হোসেন, মাওলানা আব্দুল জলিল, ডা. আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান সাজওয়ার, সহ-সাংগঠনিক সম্পাদক আবু বকর শাহ, বায়তুলমাল সম্পাদক ছমির উদ্দিন প্রমুখ।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ

x  Powerful Protection for WordPress, from Shield Security
This Site Is Protected By
Shield Security