বুধবার, এপ্রিল ২৪, ২০২৪

ইসির সুষ্ঠু নির্বাচন করার কথা বিশ্বাস করলে তাকে পাগলা গারদে চিকিৎসা করাতে হবে

যা যা মিস করেছেন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, শেখ হাসিনার নির্বাচন কমিশন (ইসি) অবাধ-সুষ্ঠু নির্বাচন করবে, এই কথা কেউ বিশ্বাস করলে তাকেও পাগলা গারদে চিকিৎসা করাতে হবে। নির্বাচন নিয়ে কথা বলার সময় এখন নয়। আগে সরকারকে এবং তারপর এই কমিশনকে বিদায় নিতে হবে।

মঙ্গলবার দুপুরে বরিশাল নগরীর সদর রোডের বিএনপি কার্যালয় চত্বরে বরিশাল মহানগর বিএনপি আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও দুর্নীতির প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করা হয়।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, বর্তমান সরকারের বিদায় হলে যে সরকার আসবে, সেটি হবে নির্বাচনকালীন সময়ের জন্য মাত্র। কারণ এই সরকার দিয়ে নির্বাচন সুষ্ঠু হবে না। এরা স্বাভাবিক নির্বাচন করতে পারবে না। এই সরকারের আগের সবগুলো নির্বাচন ছিল প্রশ্নবিদ্ধ। নির্বাচনগুলো প্রহসনে পরিণত হয়েছিল। এ কারণে দেশের মানুষ এখন আর এই সরকারের অধীনে নির্বাচন বিশ্বাস করতে পারছে না।

তিনি আরও বলেন, এই সরকার ক্ষমতায় থাকার চেষ্টা করছে। এ কারণে বিরোধী দলীয় নেতাকর্মীদের ওপর নানাভাবে দমন-নিপীড়ন করছে। দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গয়েশ্বর রায় বলেন, সরকার ভয় দেখাবে। দমন নিপীড়নের জন্য প্রস্তুত থাকতে হবে। প্রয়োজন হলে আন্দোলনে ঝাপিয়ে পড়তে হবে।

মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বিএনপি’র বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, সহ-সাংগঠনিক সম্পাদক আ ক ন কুদ্দুসুর রহমান ও মাহবুবুল হক নান্নু। এছাড়াও মহানগর বিএনপি’র সদস্য সচিব মীর জাহিদুল কবিরসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

তবে সমাবেশে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় হাতাহাতি হয়। এতে কিছু সময়ের জন্য বিশৃঙ্খলা সৃষ্টি হলেও সিনিয়র নেতারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। এদিকে, বিএনপি’র বিক্ষোভ সমাবেশ উপলক্ষে সদর রোডসহ আশপাশের এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিল।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ

x  Powerful Protection for WordPress, from Shield Security
This Site Is Protected By
Shield Security