বৃহস্পতিবার, মে ২, ২০২৪

নীলফামারীতে চারটি প্রকল্পের উদ্বোধন করেছেন

যা যা মিস করেছেন

এম এইচ রনি, নীলফামারী জেলা প্রতিনিধি:
নীলফামারী জেলা সদরে ৭ কোটি ২১ লাখ ৬৫ হাজার ৪৪২ টাকা ব্যয়ে চারটি উন্নয়ন প্রকল্পের নির্মান কাজের উদ্বোধন করেছেন সদর আসনের (নীলফামারী-২) সংসদ সদস্য আসাদুজ্জামান নূর ।
স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের অধীনে ৯২ লাখ ৫৩ হাজার ৪৩০ টাকা ব্যয়ে পলাশবাড়ী ইউনিয়নের পলাশবাড়ী বাজার থেকে হালির মোড় পর্যন্ত এক দশমিক ৬০ কিলোমিটার পাকা সড়ক, লক্ষীচাপ ইউনিয়নে ককই উচ্চ বিদ্যালয় সড়কে ৪ কোটি ৭৮ লাখ ৬৭ হাজার ২৬২ টাকা ব্যয়ে বুড়িখোড়া নদীর ওপর ৬০ মিটার দৈর্ঘ আরসিসি গর্ডার ব্রীজ নির্মান, ৭৬ লাখ ৪৪ হাজার ৮৩০ টাকা ব্যয়ে একই ইউনিয়নের পূর্ব ডাঙ্গাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যলয়ের চারতলা ভিত্তির দ্বিতল ভবন নির্মান,৭৩ লাখ ৯৯ হাজার ৯২০ টাকা ব্যয়ে পৌর শহরের কুখাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চারতলা ভিত্তির দ্বিতল ভবন নির্মান কাজের উদ্বোধন করেন।

এসময় সংসদ সদস্য নূর বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ উন্নয়নে ব্যাপক কার্যক্রম গ্রহন করেছেন।আমাদের এলাকাটা অনেক পেছনে ছিল, সেটা তিনি অনেকদূর এগিয়ে নিয়েছেন। আমাদের এলাকার রাস্তাঘাট আগের তুলনায় অনেক বেশী ভালো হয়েছে। আমাদের প্রায় সব বাড়ীতে বিদ্যুৎ এসেছে। ইপিজেড হয়েছে, ২৫০ শয্যার হাসপাতাল হয়েছে, মেডিক্যাল কলেজ হয়েছে, নাসিং ইনিস্টিটিউট হয়েছে, সুন্দর একটি স্টেডিয়াম হয়েছে, টেকনিক্যাল ট্রেনিং সেন্টার হয়েছে। ছেলে মেয়েরা সেই ট্রেনিং সেন্টার থেকে প্রশিক্ষণ নিয়ে দেশের বাইরে যাওয়া শুরু করেছে। কয়েক দিনের মধ্যে জাপানে যাবে আটজন ছেলে, চারজন মেয়ে। এ উন্নয়ন অব্যাহত থাকবে।

পলাশবাড়ী বাজার মাঠে আয়োজিত অনুষ্ঠানে পলাশবাড়ী ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন প্রামানিকের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা দেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী সুজন কুমার কর, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, ভাইস চেয়ারম্যান দীপক চক্রবর্তী, শান্তনা চক্রবর্তী, এলজিইডির সহকারী প্রকৌশলী সাইফুল ইসলাম ও পলাশবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শান্তি পদ রায় প্রমুখ।

নীলফামারী এলজিইডির সহকারী প্রকৌশলী সাইফুল ইসলাম বলেন, চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৪) এবং অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন-৩ প্রকল্পের (আইআরআইডিপি-৩) অধীনে বাস্তবায়িত ওই চারটি উন্নয়ন কাজে মোট ব্যয় হবে ৭ কোটি ২১ লাখ ৬৫ হাজার ৪৪২ টাকা।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ

x  Powerful Protection for WordPress, from Shield Security
This Site Is Protected By
Shield Security