বুধবার, এপ্রিল ২৪, ২০২৪

ঈদের পর কঠোর লকডাউনের প্রথম দিনই বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর জোরদার টহল

যা যা মিস করেছেন

ঈদের পর কঠোর লকডাউনের প্রথম দিন বরিশালে অনেকটাই সফল হয়েছে। শুক্রবার (২৩ জুলাই) সরকারি ছুটির দিন হওয়ায় এমনিতেই রাস্তাঘাটে মানুষজনের চলাচল কম লক্ষ্য করা যায়। এর উপর কঠোর লকডাউনের কারনে রাস্তাঘাট অনেকটাই ফাঁকা ছিল।

ফার্মেসী এবং মুদি দোকান ছাড়া সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এদিকে, কঠোর লকডাউন বাস্তবায়নে আজ শুক্রবার নগরীতে ৩টি পৃথক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন। সেনাবাহিনী, পুলিশ, র‌্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীও লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে রয়েছে।

ঈদের পর কঠোর বিধিনিষেধের প্রথম দিন শুক্রবার সকালে লঞ্চ-বাসে দেশের বিভিন্ন স্থান থেকে বরিশালে আসা মানুষজন নিরাপদেই বাড়ি ফিরতে পেরেছে। কঠোরতা শুরু হয়েছে সকাল ৮টার পর থেকে। সরকারি ছুটির দিন হওয়ায় রাস্তায় মানুষ চলাচল একদমই ছিল কম। এর উপর কঠোর লকডাউনের কারনে রাস্তাঘাটগুলো ছিল প্রায় জনশূন্য।

কিছু রিকসা, মোটরসাইকেল এবং ব্যক্তিগত যানবাহন চলাচল করতে দেখা গেছে। বন্ধ রয়েছে নগরীর বেশীরভাগ দোকানপাট। সকালের দিকে নগরীর বাজারঘাটগুলোতে কিছুটা ভিড় হলেও বেলা বাড়ার সাথে সাথে বাজারগুলো ফাঁকা হয়ে যায়। ওষুধ এবং খাদ্য পণ্যের দোকান ছাড়া নগরীর অন্যান্য দোকানপাট বন্ধ রয়েছে। পাড়া মহল্লায় কিছু চায়ের দোকান খোলা রাখতে দেখা গেছে।

লকডাউন বাস্তবায়নে শুক্রবার সকালে নগরীতে পৃথক ৩টি ভ্রাম্যমাণ  আদালত পরিচালিত হয় বলে জানিয়েছে জেলা প্রশাসনের সহকারি কমিশনার সুব্রত বিশ্বাস দাস। লকডাউন এবং স্বাস্থ্যবিধি উপেক্ষা করলে তাদের আইনের আওতায় আনা হচ্ছে বলে তিনি জানান।

অপরদিকে, আইনশৃঙখলা বাহিনীও কঠোর অবস্থানে রয়েছে। নগরীর বিভিন্ন প্রবেশপথসহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে চেকপোস্ট স্থাপন করে অপ্রয়োজনীয় যানবাহন আটকে দিচ্ছেন তারা। এছাড়া নগরীতে জোরদার টহল দিচ্ছেন তারা। যে কোনও মূল্যে সরকারি নির্দেশনা বাস্তবায়নের কথা বলেন বরিশালের শেখ হাসিনা সেনানিবাসের ক্যাপ্টেন মো. আরাফাত।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ

x  Powerful Protection for WordPress, from Shield Security
This Site Is Protected By
Shield Security