বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

অনেকেই চলচ্চিত্রে এসেই গাড়ি নিয়ে ঘোরে: সংসদে এমপি মোশারফ

যা যা মিস করেছেন

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য মোশারফ হোসেন বলেছেন, ছোটবেলার বিনোদনগুলো হারিয়ে যাচ্ছে। কারণ আগেরই সেই বিনোদনগুলো আর নেই। বিনোদনগুলো কেন যেন ফ্যাকাশে হয়ে যাচ্ছে। বিশেষ করে আগের দিনে যেসব সিনেমা এবং চলচ্চিত্রগুলো প্রদর্শিত হতো সেগুলো পরিবার-পরিজনকে নিয়ে দেখা যেত। এখনকার যে ছবির গুণগত মান সেগুলো পরিবার পরিজন তো দূরের কথা আপনজনকে কাছে নিয়েও দেখতে কেমন যেন বিব্রতবোধ করে অনেকেই। যেমন তারা সম্মানিত এবং তারা ধিক্কৃতও হয়েছে।

তিনি বলেন, এক শ্রেণির মানুষের জীবন-জীবিকা চলছে না। আবার অনেকেই গাড়ি আছে তেল কিনে চলতে পারে না। আবার অনেকেই নতুন (চলচ্চিত্রে) এসেই গাড়ি নিয়ে ঘোরে এবং সমাজে তারা এতোটাই ধিক্কৃত মানুষ তাদেরকে নিয়ে ছি ছি করে।

আজ শনিবার জাতীয় সংসদে উত্থাপিত ‘বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্ট বিল-২০২১’ বিলের উপর কথা বলতে গিয়ে এসব কথা বলেন।

মোশারফ হোসেন বলেন, বগুড়ায় হাইফ্লো অক্সিজেনের অভাবে বগুড়ায় গতকাল শুক্রবার ১১ করোনা রোগীর মৃত্যু হয়েছে। এখনই ব্যবস্থা না নিলে চরম বিপজ্জনক অবস্থার সৃষ্টি হতে পারে।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ

x  Powerful Protection for WordPress, from Shield Security
This Site Is Protected By
Shield Security