বৃহস্পতিবার, মে ২, ২০২৪

হামাসকে সমর্থন না করায় আল-আকসার মুফতিকে বহিষ্কার

যা যা মিস করেছেন

টানা ১১ দিন অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় ইসরাইলের আগ্রাসনে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪৮ জনে। এরপর যুদ্ধবিরতির ঘোষণা এলেও ​উত্তেজনা দেখা যাচ্ছে উভয় পক্ষে। এরইমধ্যে ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসকে সমর্থন না করায় জেরুসালেমের ফিলিস্তিনি মুফতি শেখ মোহাম্মদ হোসাইনকে আল-আকসা মসজিদ থেকে বহিষ্কার করা হয়েছে। খবর জেরুসালেম পোস্ট এর।

জানা গেছে, আল-আকসার মুসুল্লিরাই প্রথমে এ বিষয়ে মুখ খোলেন। পরে ফিলিস্তিন কর্তৃপক্ষ মুফতি শেখ মোহাম্মদ হোসাইনকে বহিষ্কার ঘোষণা করেন। গতকাল শুক্রবার তাকে তার নির্ধারিত খুতবাও দিতে দেয়া হয়নি। এটি একটি নজিরবিহীন উদ্যোগ।

শুক্রবার দেখা যায়, মুফতির দেহরক্ষীরা যখন তাকে মসজিদ থেকে সরিয়ে নিচ্ছিলেন, তখন ক্রুদ্ধ মুসল্লিরা চিৎকার করে বলতে থাকেন, ‘আমরা মোহাম্মদ দেইফের লোক।’ উল্লেখ্য, দেইফ হলেন হামাসের সামরিক শাখা ইজাজউদ্দিন আল-কাসাম ব্রিগেডের সুপ্রিম কমান্ডার।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ

x  Powerful Protection for WordPress, from Shield Security
This Site Is Protected By
Shield Security