বৃহস্পতিবার, জুন ১৩, ২০২৪

নেত্রকোনায় ধর্ষণের অপবাদে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর আত্মহত্যা

যা যা মিস করেছেন

কে. এম.সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : ধর্ষণের অপবাদ সহ্য করতে না পেরে ঝুমা আক্তার (১১) নামে এক তৃতীয় শ্রেণির শিক্ষার্থী বিষপানে আত্মহত্যার খবর পাওয়া গিয়েছে। এঘটনায় শুক্রবার সন্ধ্যায় জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত মনোয়ার হোসেনকে (১৬) আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে নেত্রকোনার মদন উপজেলায় গোবিন্দশ্রী ইউনিয়নের কদমশ্রী মনিকা গ্রামে। নিহত শিক্ষার্থী ঝুমা আক্তার একই গ্রামের লিটন মিয়ার কন্যা।

এরআগে আজ (শুক্রবার) সকালে ভিকটিম বিষপান করে। পরে ওই দিন মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। কিটনাশক পান করায় ঝুমা আক্তারের মৃত্যু হয়েছে এতথ্য নিশ্চিত করেছেন ওই হাপসাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক কাজী বুশরা আমীনা।

নিহতের মা আলপনা আক্তার জানান, ঈদের আগে গত ২১ মে সন্ধ্যার পরে আমার কন্যা বাড়ির সামনের দোকানে মশার কয়েল আনতে যায়। মুক্তিযোদ্ধা রুপ্তনের ছেলের মানোয়ার ফুসলিয়ে ইয়াকুবের ঘরে নিয়ে জোর করে ধর্ষণ করে। ঘটনাটি আমার কাছে বললেও লোকচক্ষুর ভয়ে কারও কাছে বলেনি। এরপর বিভিন্ন সময় মেয়েকে রাস্তায় একলা পেলে মনোয়ার নানান ধরণের কথা বলতো। গত বুধবার (১৯ মে) দুপুরে বাড়ির সামনে গেলে মনোয়ার খারাপ খারপ কথা বলে। এসব অপবাদ সহ্য করতে না পেরে আজ সকালে অজান্তে বিষপান করে পড়ে থাকে। পরে ঝুমাকে উদ্ধার মদন হাসপাতালে নিয়ে আসি। সেখানে চিকিৎসাধীন অব্স্থায় আমার মেয়েকে মৃত ঘোষনা করেন হাসপাতালের ডাক্তার।

নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) এ.কে.এম. মনিরুল ইসলাম বলেন, এ ধরনের এক ঘটনায় অভিযোগ উঠায় একজনকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ভিকটিমের মৃতদেহ সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্যে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হবে। পরবর্তীতে আইনানুগ প্রয়োজনী ব্যবস্থার কথা জানান তিনি।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ

x  Powerful Protection for WordPress, from Shield Security
This Site Is Protected By
Shield Security