সোমবার, সেপ্টেম্বর ৯, ২০২৪

বিশ্ব পরিবেশ দিবসে জবিতে বৃক্ষরোপণ কর্মসূচি

সোয়াইব আলী, জবি প্রতিনিধি:

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। এই উপলক্ষে ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ করা হয়েছে।

বুধবার (৫ জুন ) বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এই কর্মসূচি পালন করা হয়।

এর আগে উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম -এর নেতৃত্বে শিক্ষক এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি র‍্যালি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে।

এই বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে উপাচার্যের নেতৃত্বে বৃক্ষরোপণ করা হয়। র‍্যালি শেষে উপাচার্যসহ অন্যান্যরা বিজ্ঞান ভবন চত্বরে গাছের চারা রোপণ করেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ হুমায়ুন কবীর চৌধুরী, বিজ্ঞান অনুষদের ডিন, প্রক্টর, ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

সর্বশেষ