শুক্রবার, সেপ্টেম্বর ১৩, ২০২৪

শেহাবি’র ট্রেজারার হিসেবে ড. পি. এম. সফিকুল ইসলামের যোগদান

কে. এম. সাখাওয়াত হোসেন: নেত্রকোনা শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের (শেহাবি) ট্রেজারার হিসেবে ড. পি. এম. সফিকুল ইসলাম যোগদান করেছেন। এর আগে আনন্দঘন পরিবেশে তাঁকে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বরণ করেন শেহাবির উপাচার্য অধ্যাপক ড. গোলাম কবীর।

এছাড়াও ফুলের শুভেচ্ছা জানান, শেহাবির রেজিষ্ট্রার ড. হারুন-অর-রশিদ, নেত্রকোনা স্থাপন প্রকল্পের পরিচালক ও অতিরিক্তি সচিব মো. জাকির হোসেন চৌধুরী, পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক মিহির চক্রবর্তী এবং কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশনের সভাপতি এনামুল হক ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান পরান প্রমুখ।

যোগদানের আনুষ্ঠানিকতা ও শুভেচ্ছা গ্রহণ শেষে বিশ্ববিদ্যালয়ের উপচার্য অধ্যাপক ড. গোলাম কবীর স্যারের উপস্থিতিতে কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন শেহাবির নব নিযুক্ত ট্রেজারার অধ্যাপক ড. পি. এম. সফিকুল ইসলাম।

বুধবার (৫ জুন) বিকেলের দিকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন, শেহাবির জন সংযোগ কর্মকর্তা এনামুল হক।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

সর্বশেষ