সোমবার, সেপ্টেম্বর ৯, ২০২৪

নেত্রকোনায় জঙ্গি সন্দেহে ডুয়েটের প্রকৌশলীর খামারবাড়ি ঘেরাও করেছে পুলিশ

কে. এম. সাখাওয়াত হোসেন: নেত্রকোনা সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের ভাসাপাড়া গ্রামের ডুয়েটের অবসরপ্রাপ্ত প্রকৌশলী ড. আব্দুল মান্নানের খামার বাড়ি জঙ্গি প্রশিক্ষণ কেন্দ্র সন্দেহে ঘিরে রেখেছে আইন-শৃঙ্খলা বাহিনী।

জানা যায়, প্রকৌশল ড. আব্দুল মান্নান ডুয়েটের অবসরপ্রাপ্ত শিক্ষক। তার বাড়ি আটপাড়া উপজেলার স্বরমশিয়া ইউনিয়নের নোয়াপাড়া গ্রামে। দুই বছর আগে জনৈক আরিফ নামের এক ব্যক্তির কাছে ভাসাপাড়া গ্রামে প্রতিষ্ঠিত তার খামারবাড়িটি ভাড়া দিয়ে তিনি গাজীপুরে বসবাস করেন।

শনিবার দুপুরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে খামার বাড়ি ঘেরাও করে তল্লাসী চালিয়ে একটি বিদেশী পিস্তল ও ১৭ রাউন্ড গুলি উদ্ধার করেছে। এছাড়াও সেখানে খেলনা পিস্তল, খেলনা একে ৪৭ রাইফেল ও ব্যায়ামাগারের জিনিসপত্র উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের ধারনা বাড়িটি ভাড়া নিয়ে জঙ্গি প্রশিক্ষণ কেন্দ্র হিসাবে গড়ে তোলা হয়েছে।

নেত্রকোনার পুলিশ সুপার ফয়েজ আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে প্রাথমিক অভিযান চালিয়ে একটি বিদেশী পিস্তল ও ১৭ রাউন্ড গুলি, খেলনা পিস্তল, খেলনা একে ৪৭ রাইফেল ও ব্যায়ামাগারের জিনিসপত্র উদ্ধার করা হয়েছে। ইতোমধ্যে পুলিশের কাউন্টার এন্টিটেরোরিজম ইউনিট এর অতিরিক্ত ডিআইজি আসাদুল্লাহ চৌধুরী ঘটনাস্থলে পৌঁছেছেন। বোমা ডিস্পোজাল ইউনিটকে আসার পর চুড়ান্ত অভিযান পরিচালনা করা হবে।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

সর্বশেষ