সোমবার, সেপ্টেম্বর ৯, ২০২৪

কমলগঞ্জে ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন

কমলগঞ্জ(মৌলীবাজার)প্রতিনিধিঃ

মৌলভীবাজারের কমলগঞ্জে ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।

      ‘স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক’-এই প্রতিপাদ্য নিয়ে  শনিবার (৮ জুন) হতে আগামী শুক্রবার (১৪ জুন) পর্যন্ত নাগরিকদের কাছে বিভিন্ন ভূমিসেবা সহজে পৌঁছে দিতে ভূমি মন্ত্রণালয় এ উদ্যোগ নিয়েছে।

      শনিবার (৮ জুন)দুপুর ১২ টায়  কমলগঞ্জ উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে স্থাপিত বুথে এ কার্যক্রমের উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.জয়নাল আবেদীন।

     এসময় আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে ত্রিশজন গৃহ ও ভূমি পাপ্ত উপকারভোগীদের মাঝে খারিজা ফর্সা  হস্তান্তর করেন।পরে ভূমিসেবা সপ্তাহ উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত।

        কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার(ভূমি)রইছ আল রেজুয়ানের সঞ্চালনায় আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.জয়নাল আবেদীন।

   বিশেষ অতিথি ছিলেন , কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আসলম ইকবাল মিলন,কমলগঞ্জ থানার ওসি (তদন্ত)আব্দুর রাজ্জাক, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আব্দুল মুনিম তরপদার,ইউপি সদস্য সুলেমান হোসেন, কমলগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক মুস্তাফিজুর রহমান প্রমূখ।
অনুষ্ঠানে ভূমি অফিসের কর্মকর্তা,জনপ্রতিনিধি, সাংবাদিক ও সেবা গ্রহিতাগণ উপস্থিত ছিলেন।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

সর্বশেষ