বৃহস্পতিবার, মে ২, ২০২৪

চূড়ায় উঠার সুযোগ হাতছাড়া রিয়ালের

যা যা মিস করেছেন

পেন্ডুলামের মতো দুলছে স্প্যানিশ লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষস্থান। শনিবার ন্যু ক্যাম্পে বার্সেলোনা বনাম অ্যাথলেটিকো মাদ্রিদের ম্যাচ ড্র হয়। তাই রিয়াল মাদ্রিদের সামনে সুযোগ চলে আসে শীর্ষে উঠার। কিন্তু কেউই যেন লা লিগার শিরোপা জিততেই চায় না। মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ে এসে পয়েন্ট হারানোর প্রতিযোগিতায় নেমেছে ক্লাবগুলো।

সহজ সমীকরণ মেলাতে পারেনি স্বাগতিকরা। দুই প্রতিদ্বন্দ্বীর পয়েন্ট হারানোর সুযোগ হেলায় হারিয়ে ফেলল জিনেদিন জিদানের দল। লস ব্লাংকোসদের মাঠে স্বাগতিকদের রুখে দিয়ে শিরোপা লড়াইয়ে টিকে রইলো সেভিয়াও।

রবিবার রাতে আলফ্রেড ডি স্টেফানো স্টোডিয়ামে সেভিয়ার সঙ্গে ২-২ গোলে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করেছে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। শুরুতে ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফার্নান্দোর গোলে এগিয়ে লোপেতেগির দল এগিয়ে যাওয়ার পর টনি ক্রুসের পাস থেকে স্বাগতিকদের সমতায় ফেরান স্প্যানিশ তারকা মার্কো অ্যাসেনসিও।

চরম নাটকীয় ম্যাচে ফের পেনাল্টি থেকে সাবেক বার্সা তারকা ইভান রাকিতিচের গোলে সফরকারীরা এগিয়ে যাওয়ার পর শেষ মুহুর্তে দিয়েগো কার্লোসের আত্মঘাতী গোলে হার এড়ায় রিয়াল মাদ্রিদ। এই ড্রয়ে ঘরের মাঠে স্প্যানিশ লা লিগায় সেভিয়ার বিপক্ষে সবশেষ টানা ১১ ম্যাচ জয়ের পর হোঁচট খেল রিয়াল মাদ্রিদ।

শিরোপা ধরে রাখার অভিযানে গুরুত্বপূর্ণ সময়ে পয়েন্ট হারিয়ে শীর্ষে উঠার সু্যোগও হারালো জিনেদিন জিদানের দল। স্প্যানিশ লা লিগায় ৩৫ ম্যাচ শেষে ২২ জয় ও ৯ ড্রয়ে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার সমান ৭৫ পয়েন্ট নিয়ে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থাকায় দুইয়ে আছে লস ব্লাংকোসরা। সমান ম্যাচে শীর্ষে থাকা দিয়েগো সিমেওনির অ্যাথলেটিকো মাদ্রিদের পয়েন্ট ৭৭।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ

x  Powerful Protection for WordPress, from Shield Security
This Site Is Protected By
Shield Security