আশরাফুল হাসান ,ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুরে গলায় ওরনার ফাঁস লেগে ১২ দিন পর যশোর সদর হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মৃত্যু বরণ করল মহেশপুর পাইলট বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী তিন্নি। সে মহেশপুর পৌরসভার ৮নং ওয়ার্ডের হঠাৎ পাড়ার বাসিন্দা।
জানা গেছে মহেশপুর হাসপাতালের পিছনে হঠাৎ পাড়ার বাসিন্দা সুফিয়ার মেয়ে তিন্নি (১৪)। গত ১৮ মার্চ ২০২১ ইং তারিখ সকালে ভ্যান যোগে যাওয়ার সময় গলায় ওরনা জড়িয়ে গলায় ফাঁস লেগে মারাক্তক জখম হয়।
সাথে সাথে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা নেয়, এসময় তার অবস্থা অবনতি হলে ঢাকায় রেফার করে সেখানে কিছুটা সুস্থতা অনুভব করলে আবারো মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়।
এখানে তার অবস্থা অবনতি দেখা দেওয়ায় গত ৩১ মার্চ যশোর সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় ১লা এপ্রিল বিকাল ৪.০০ ঘটিকায় সে মৃত্যু বরণ করে। ইন্না-লিল্লাহ ওয়া লিল্লাহি রাজিউন।