বৃহস্পতিবার, মে ২, ২০২৪

বাংলাদেশ দূতাবাস, রোম এর উদ্যোক্তা ও বিনিয়োগ সংক্রান্ত ওয়েবিনার-এ ব্যাপক সাড়া

যা যা মিস করেছেন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষে গতকাল বাংলাদেশ দূতাবাস, রোম কর্তৃক ভার্চুয়াল প্লাটফর্মে ইতালি প্রবাসী অনিবাসী বাংলাদেশিদের জন্য আয়োজিত উদ্যোক্তা ও বিনিয়োগ সংক্রান্ত প্রশিক্ষণ ইতালি প্রবাসী বাংলাদেশিদের মধ্যে বিপুল সাড়া জাগায়। ইতালির নয়টি শহরের ৩৩ জন প্রবাসী বাংলাদেশি সক্রিয়ভাবে এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

দূতাবাস আয়োজিত এ উদ্যোক্তা ও বিনিয়োগ সংক্রান্ত প্রশিক্ষণের শুরুতে ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ শামীম আহসান স্বাগত বক্তব্য প্রদান করেন। রাষ্ট্রদূত তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশের বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিতে দূতাবাস বিভিন্ন কর্মসূচি গ্রহণ করছে। এর ধারাবাহিতকায় উদ্যোক্তা ও বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে প্রবাসী বাংলাদেশিদের উৎসাহিতকরণের জন্য রোমস্থ বাংলাদেশ দূতাবাস এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে। এ ক্ষেত্রে বিপুল সাড়ার প্রেক্ষিতে ২ থেকে ৩টি ব্যাচে এ প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করা হবে বলে তিনি জানান।

অনুষ্ঠানে সূচনা বক্তব্য প্রদান করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক ও ইথিওপিয়াতে মনোনীত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ নজরুল ইসলাম। এ প্রশিক্ষণ কর্মসূচিতে উদ্যোক্তাদের জন্য প্রয়োজনীয় বিষয়সমূহ এবং সরকার প্রদত্ত সুবিধাসমূহ নিয়ে পৃথক দু’টি অধিবেশনে অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (BIDA) এর পরিচালক মোঃ আরিফুল হক এবং বিডা-র উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন প্রকল্পের পরিচালক আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ খান। অনুষ্ঠানটি সঞ্চালনা ও সমন্বয়কের দায়িত্ব পালন করেন বাংলাদেশ দূতাবাস, রোম এর ইকনমিক কাউন্সেলর মানস মিত্র।

প্রবাসীরা ট্যুরিজম, জাহাজ নির্মাণ, আমদানি-রপ্তানি বাণিজ্য, চামড়াজাত শিল্প, রেস্টুরেন্ট ব্যবসা, মেটাল ইন্ডাস্ট্রিসহ বিভিন্ন খাতে ক্ষুদ্র বিনিয়োগ বিশেষ করে আর্থিক সহায়তা, রেজিস্ট্রেশন, ট্রেড লাইসেন্স প্রাপ্তির বিষয়ে বিশেষজ্ঞদের সরাসরি প্রশ্ন করেন। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (BIDA) এর অতিথি বক্তারা তাঁদের প্রশ্নের উত্তর প্রদান করেন এবং ভবিষ্যতে তাদের সাথে যোগাযোগ রাখার স্বার্থে সংশ্লিষ্ট ওয়েবসাইট এবং ফেসবুক পেজ শেয়ার করেন। দূতাবাসও তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং ই-মেইল এর মাধ্যমে উদ্যোক্তাদের কাছ থেকে সরাসরি প্রস্তাব গ্রহণের আশ্বাস প্রদান করে।

অনুষ্ঠানে অনুপ্রেরণামূলক বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন। তিনি তাঁর বক্তব্যে বিনিয়োগের মাধ্যমে বর্তমান সরকার প্রদত্ত প্রণোদনা প্যাকেজ গ্রহণ করে বাংলাদেশের অর্থনীতিতে অবদান রাখার ‍সুযোগ গ্রহণের জন্য ইতালি প্রবাসী বাংলাদেশিদের আহ্বান জানান। প্রবাসী বাংলাদেশিদের ‘দূত’ হিসেবে উল্লেখ করে ড. মোহাম্মদ ফরাসউদ্দিন আরো বলেন, কৃষিপ্রক্রিয়াজাত পণ্য থেকে আরম্ভ করে ট্যুরিজম, গার্মেন্টস এবং চামড়াজাত পণ্য প্রস্তুতকরণসহ বিভিন্ন ব্যবসায় ইতালিতে বসাসরত প্রবাসী বাংলাদেশিরা গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। সে ধারাবাহিকতায় প্রবাসীরা বিনিয়োগবান্ধব বাংলাদেশে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের মতো সম্ভাবনাময় খাতে বিনিয়োগের মাধ্যমে গ্রামীণ অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখতে পারেন বলে তিনি অভিমত ব্যক্ত করেন।

প্রবাসীদের মধ্যে বিনিয়োগ সংক্রান্ত সচেতনতা তৈরির চলমান প্রক্রিয়ার অংশ হিসেবে আগামী ২১ মার্চ দ্বিতীয় প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ

x  Powerful Protection for WordPress, from Shield Security
This Site Is Protected By
Shield Security