বৃহস্পতিবার, মে ২, ২০২৪

৬০ পৌরসভায় ভোটগ্রহণ চলছে

যা যা মিস করেছেন

দ্বিতীয় ধাপে সারা দেশে ৬০ পৌরসভায় ভোটগ্রহণ চলছে। শনিবার (১৬ জানুয়ারি) সকাল ৮টা থেকে এ ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৪টা পর্যন্ত। এসব পৌরসভার মধ্যে ২৯টিতে ইলেকট্রনিক ভোটিং মেটিশে (ইভিএম) আর বাকিগুলোতে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ চলছে।

নির্বাচনে ৩ পদে ৩ হাজার ২৮৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরমধ্যে মেয়র পদে ২২১, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৭৪৫ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ২ হাজার ৩২০ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। এই ধাপে ১ হাজার ৮০ ভোটকেন্দ্রের ৬ হাজার ৫০৮ বুথে ২২ লাখ ৪০ হাজার ২২৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ১১ লাখ ৮ হাজার ৪৩১ জন এবং নারী ভোটার ১১ লাখ ৩১ হাজার ৮৩১ জন।

নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের জন্য পুলিশ ও র‌্যাব মোতায়েন রয়েছে। তাদের সহায়তার জন্য রয়েছে আনসার সদস্যরা। এছাড়া বিজিবিও মোতায়েন করা হয়েছে।

যেসব পৌরসভায় ভোটগ্রহণ চলছে, সেগুলো হলো- চট্টগ্রামের সন্দ্বীপ পৌরসভা (ব্যালট), সিরাজগঞ্জের কাজীপুর পৌরসভা (ইভিএম), বেলকুচি পৌরসভা (ব্যালট), উল্লাপাড়া পৌরসভা (ব্যালট), সদর পৌরসভা (ব্যালট) ও রায়গঞ্জ পৌরসভা (ব্যালট), নেত্রকোণার মোহনগঞ্জ পৌরসভায় (ব্যালট), কুষ্টিয়া সদর পৌরসভা (ব্যালট), কুমারখালী পৌরসভা (ইভিএম), ভেড়ামারা পৌরসভা (ব্যালট) ও মিরপুর পৌরসভা (ব্যালট), মৌলভীবাজারের কুলাউড়া (ব্যালট) ও কমলগঞ্জ পৌরসভা (ব্যালট), নারায়ণগঞ্জের তারাব পৌরসভা (ইভিএম), শরীয়তপুর সদর পৌরসভা (ইভিএম), কুড়িগ্রামের নাগেশ্বরী পৌরসভা (ব্যালট), গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভা (ব্যালট) ও সদর পৌরসভা (ব্যালট), দিনাজপুর সদর (ব্যালট), বিরামপুর (ব্যালট) ও বীরগঞ্জ পৌরসভা (ইভিএম), নওগাঁর নজিপুর পৌরসভা (ইভিএম), পাবনার ভাঙ্গুড়া (ব্যালট), ফরিদপুর (ইভিএম), সাঁথিয়া (ব্যালট), ঈশ্বরদী (ব্যালট) ও সুজানগর পৌরসভা (ব্যালট), রাজশাহীর আড়ানী (ইভিএম), ভবানীগঞ্জ (ব্যালট) ও কাকনহাট পৌরসভা (ইভিএম), সুনামগঞ্জের সদর (ব্যালট), ছাতক (ব্যালট) ও জগন্নাথপুর পৌরসভা (ইভিএম), হবিগঞ্জের মাধবপুর (ব্যালট) ও নবীগঞ্জ পৌরসভা (ব্যালট), ফরিদপুরের বোয়ালমারী পৌরসভা (ব্যালট), ময়মনসিংহের ফুলবাড়িয়া (ইভিএম) ও মুক্তাগাছা পৌরসভা (ব্যালট), মাগুরার সদর পৌরসভা (ইভিএম), ঢাকার সাভার পৌরসভা (ইভিএম), নাটোরের নলডাঙ্গা (ইভিএম), গুরুদাসপুর (ব্যালট) ও গোপালপুর পৌরসভা (ব্যালট), বগুড়ার শেরপুর (ব্যালট), সারিয়াকান্দি (ইভিএম) ও সান্তাহার পৌরসভা (ইভিএম), পিরোজপুরের সদর পৌরসভা (ইভিএম), নেত্রকোণার কেন্দুয়া পৌরসভা (ইভিএম), মেহেরপুরের গাংনী পৌরসভা (ইভিএম), ঝিনাইদহের শৈলকুপা পৌরসভা (ইভিএম), পার্বত্য খাগড়াছড়ির সদর পৌরসভা (ইভিএম), বান্দরবানের লামা পৌরসভা (ব্যালট), টাঙ্গাইলের ধনবাড়ী পৌরসভা (ইভিএম), কুমিল্লার চান্দিনা পৌরসভা (ইভিএম), ফেনীর দাগনভূঞা পৌরসভা (ইভিএম), কিশোরগঞ্জ সদর (ব্যালট) ও কুলিয়ারচর পৌরসভা (ইভিএম), নরসিংদীর মনোহরদী পৌরসভা (ইভিএম), নোয়াখালীর বসুরহাট পৌরসভা (ইভিএম) এবং বাগেরহাটের মোংলা পৌরসভা (ইভিএম)।

দ্বিতীয় ধাপে ৬১টি পৌরসভার তফসিল ঘোষণা করলেও নীলফামারীর সৈয়দপুরের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। মেয়র পদের স্বতন্ত্র প্রার্থী (নারিকেল গাছ প্রতীক) মো. আমজাদ হোসেন সরকারের মৃত্যুতে এ পৌরসভার ভোটগ্রহণ স্থগিত করা হয়।

দেশে পৌরসভা রয়েছে মোট ৩২৯টি। প্রথম ধাপের তফসিলের ২৪টি পৌরসভায় ইভিএমে ভোট হয় গত ২৮ ডিসেম্বর। আর তৃতীয় ধাপে ৬৪টি পৌরসভায় ৩০ জানুয়ারি এবং চতুর্থ ধাপে ৫৬টি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে ১৪ ফেব্রুয়ারি।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ

x  Powerful Protection for WordPress, from Shield Security
This Site Is Protected By
Shield Security