বৃহস্পতিবার, মে ২, ২০২৪

পাংশা পৌর নির্বাচনে সকলকে নৌকার পক্ষে কাজ করার আহবান কেন্দ্রীয় কৃষকলীগ নেতা নূরে আলম সিদ্দিকীর

যা যা মিস করেছেন

আবুল কালাম আজাদ (জেলা প্রতিনিধি) : ৩০ জানুয়ারি ৩য় ধাপে অনুষ্ঠিতব্য পাংশা পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ-যুবলীগ-ছাত্রলীগ-কৃষকলীগ সহ সকল অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে নৌকার প্রার্থীর পক্ষে কাজ করতে হবে। নৌকার প্রার্থীর পক্ষে যেকোন ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য সকলকে প্রস্তুত থাকতে হবে। যারা আওয়ামীলীগের কর্মী হয়ে নৌকার বিপক্ষে অবস্থান নেবে তাদেরকে প্রত্যাখ্যান করতে হবে। নৌকা কোন ব্যক্তির নয়, নৌকা জাতির পিতা বঙ্গবন্ধুর, নৌকা জননেত্রী শেখ হাসিনার। তাই কেউ নৌকা প্রতীকের বিপক্ষে অবস্থান নেবেন না। নৌকার অপমান জননেত্রী শেখ হাসিনার অপমান। তাই আমরা কেউ নৌকা অপমান করবো না এমনকি নৌকার প্রার্থীকেও না। পাংশাতে নৌকার প্রার্থীকে নিয়ে অনেকে অনেক ভাবে ষড়যন্ত্র করেছিলেন। কিন্তু তারা আজ ব্যর্থ হয়েছেন। তাদেরকে বলতে চাই দল করতে হলে নৌকার বাইরে কিছু করতে যাবেন না। জননেত্রী শেখ হাসিনা যাকে নৌকা দিয়েছেন তাকে বিজয়ী করতে সকলেই ঐক্যবদ্ধ হোন।
বৃহস্পতিবার রাত ৮টায় পাংশা পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের মেয়র প্রার্থী পাংশা পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ ওয়াজেদ আলী মাস্টারের মনোনয়নের বৈধতা ফিরে পেয়ে পাংশা টেম্পুস্ট্যান্ড এলাকায় আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নূরে আলম সিদ্দিকী হক।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পাংশা পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী ওয়াজেদ আলী মাস্টার, পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ, রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ নজরুল ইসলাম জাহাঙ্গীর, পাংশা উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি এ্যাড. ফরিদ উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি চিত্তরঞ্জন কুন্ডু, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম খান, জীবন কুমার কুন্ডু প্রমুখ। পথসভায় সঞ্চালনা করেন পাংশা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোস্তফা মাহমুদ হেনা মুন্সী।
পথসভায় মেয়র প্রার্থী ওয়াজেদ আলী মাস্টার বলেন, জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীক দিয়েছেন কিন্তু অনেকেই এর বিপক্ষে অবস্থা নিয়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন। কিন্তু কোন ষড়যন্ত্রেই আমাকে ছুঁতে পারেনি। আমি সকলের দোয়ায় আবার নৌকা ফিরে পেয়েছি। আমি পাংশা পৌরবাসীকে ৩০ জানুয়ারি নির্বাচনে স্বতঃস্ফুর্তভাবে অংশগ্রহণ করে নৌকা প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানাচ্ছি।
এদিকে মেয়র প্রার্থী ওয়াজেদ আলী মাস্টারের মনোনয়নের বৈধতা ফিরে পাওয়ার খবরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
উল্লেখ্য, গত ৩ জানুয়ারি প্রার্থীদের যাচাই-বাছাইয়ে ঋণ খেলাপীর দায়ে মেয়র প্রার্থী ওয়াজেদ আলী মাস্টারের মনোনয়ন বাতিল করা হয়। মনোনয়ন বাতিলের বিপক্ষে আপিল কর্তৃপক্ষ জেলা প্রশাসক বরাবর আপিল দায়ের করেন ওয়াজেদ আলী মাস্টার। ৭ জানুয়ারি আপিল শুনানী শেষে তার মনোনয়ন বৈধ বলে ঘোষণা দেন জেলা প্রশাসক দিলসাদ বেগম। ৩০ জানুয়ারি নির্বাচনে মেয়র প্রার্থী ওয়াজেদ আলী মাস্টারের প্রতিদ্বন্দ্বিতা করার আর কোন বাঁধা রইলো না।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ

x  Powerful Protection for WordPress, from Shield Security
This Site Is Protected By
Shield Security