বৃহস্পতিবার, মে ২, ২০২৪

মোহনগঞ্জে হাওর বিষয়ক মন্ত্রণালয় গঠনের দাবিতে মানববন্ধন

যা যা মিস করেছেন

কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : দেশের উন্নয়নের স্বার্থে হাওর বিষয়ক মন্ত্রণালয় গঠন জরুরি উল্লেখ করে এ বিষয়ক মন্ত্রণালয় গঠনের দাবিতে নেত্রকোনার মোহনগঞ্জে মানববন্ধন করেছে স্থানীয়রা।

রবিবার (৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে পৌরশহরের শহীদ মিনারের সামনে এ মাববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে হাওর বিষয়ক মন্ত্রণালয় বাস্তবায়ন আন্দোলন ফোরামের কেন্দ্রীয় সভাপতি মো. ইকবাল হুসেন, মোহনগঞ্জ উপেজেলা কমিটির আহব্বায়ক ওমর ফারুক, সদস্য সচিব এমদাদুল ইসলাম খোকন, সদস্য রেবেকা আক্তার রুবি, শফিকুল হক কামাল, আবু হেনা মোস্তফা কামাল চৌধুী সেতু, নূরুল হুদা, কালাম মোল্লা প্রমূখ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, হাওর অধ্যুষিত নেত্রকোনা, কিশোরগঞ্জ, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও বি-বাড়িয়া এ সাতটি জেলা দেশের মোট আয়তনের এক পঞ্চমাংশ। এসব এলাকায় প্রচুর পরিমাণে পাথর, বালু, চুনা পাথর, সাদা মাটি,কাচ বালি, স্বর্ণসহ বিভিন্ন খনিজ সম্পদ থাকার পরও অসংখ্য মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করে। যথাযত ব্যবস্থাপনার অভাবে যুগের পর যুগ এ অঞ্চল অবহেলিত রয়ে গেছে।

হাওর অঞ্চলে অনেক গ্রামেই সরকারি প্রাইমারি স্কুল নাই। ফলে শিক্ষা বঞ্চিত হচ্ছে এসব অঞ্চলের মানুষ। নিদৃষ্ট দূরত্বে প্রাইমারি, হাইস্কুল ও কলেজ স্থাপন, মা ও শিশুর স্বাস্থ্য সেবা কেন্দ্র স্থাপন, হাওরে পর্যনট কেন্দ্র গড়ে তোলাসহ এসব অঞ্চলের মানুষের শিক্ষা, অর্থনীতিসহ সামগ্রিক জীবন মান উন্নয়নে ৮ দফা দাবি তুলে ধরেন বক্তারা।

এসবের মধ্যে পিছিয়ে পড়া হাওর অঞ্চলের জন্য পার্বত্য চট্ট্রগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মতো করে হাওর বিষয়ক মন্ত্রণালয় গঠনের জন্য প্রধানমন্ত্রী কাছে জোর দাবি জানান তারা। পরে ইউএনও’র মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি জমা দেয়া হয়।

এ সময় মোহনগঞ্জ সাধারণ পাঠাগারের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান নান্টু শিক্ষক মো. আবদুর রব খান ঠাকুর, সাংস্কৃতিক সংগঠন সূর্যমূখী থিয়েটারের প্রধান হাবিবুর রহমান হানিফ, শিক্ষার্র্থীসহ এলাকার শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ

x  Powerful Protection for WordPress, from Shield Security
This Site Is Protected By
Shield Security