মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪

বরমীতে নিরাপদ সড়ক ও দিনের বেলা ড্রাম ট্রাক বন্ধের দাবিতে মানব বন্ধন

যা যা মিস করেছেন

সোমবার (৩০ নভেম্বর) বিকালে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার বরমীতে উপর্যুপরি সড়ক দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত ও দিনের বেলা ড্রাম ট্রাক
 বন্ধ এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে মানববন্ধন, প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়েছে।
জনতা মোড় থেকে শুরু করে পল্টন ও কেন্দুযা পর্যন্ত পদক্ষিণ করে মানববন্ধনকারীরা। দিনের বেলায় ড্রামট্রাক চলাচল বন্ধ সহ চালকদের দক্ষ করে তোলার জন্য প্রশাসনের ভূমিকা জোড়দার করার দাবি জাননো হয়।
দূর্ঘটনা রোধে মাদকাসক্ত ও লাইসেন্সবিহীন চালকদের বিরুদ্ধে নজরদারি বড়ানোর দাবি করা হয়।
নিয়ন্ত্রনহীন অটোরিকশা চালকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দিয়ে তাদের দক্ষ করে গড়ে তুলতে হবে। অটোরিকশা চালকদের শৃঙ্খলভাবে গাড়ী চালানোর জন্য তাদের প্রশিক্ষণ দিতে হবে, এসব গাড়ি চালকদেরও একটি নীতিমালার আওতায় এনে সড়ক দূর্ঘটনা কমিয়ে আনতে হবে।
প্রসঙ্গত, বরমী থেকে বালু বোঝাই বেপরোয়া ড্রামট্রাক বিভিন্ন অঞ্চলে আস-যাওযার সময় গত দুইতিন বছরে অনেক মানুষ এটি থেকে দূর্ঘটনার শিকার হয়ে মৃত্যু ও পঙ্গুত্ব বরণ করেছেন।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ

x  Powerful Protection for WordPress, from Shield Security
This Site Is Protected By
Shield Security