কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় বেসরকারী উন্নয়ন সংস্থা প্রিপ ট্রাস্টে’র আয়োজনে সমতলে বসবাসকারী ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অধিকার আদায়ের সক্ষমতা বৃদ্ধিকরন বিষয়ক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৮ নভেম্বর) সকাল ১০টার থেকে দিনব্যাপী ইন্টারন্যাশনাল রিপ্যাবলিকান ইনস্টিটিউট এর অর্থায়নে এ্যাডভোকেসি ও লবিং প্রকল্পের মাধ্যমে বিরিশিরি ওয়াইডব্রিউসিএ হলরুমে এ প্রশিক্ষন কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
এতে দুর্গাপুর ও কমলাকান্দা উপজেলার আদিবাসী সম্পদ্রায়ের নেত্রীবৃন্দের অংশ গ্রহণ করেন এবং আদিবাসী অধিকার রক্ষা বিষয়ক প্রশিক্ষন কর্মশালায় তাদের শিক্ষা, স্বাস্থ্য, বৈষম্য, অধিকার, প্রারন্তিক ধারনা, যোগাযোগ কৌশল, নেটওয়ার্ক, বাস্তবায়ন ইত্যাদি বিষয়ে প্রশিক্ষন দেন কাজী শহিদুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন প্রিপ ট্রাস্ট্রের প্রকল্প সমন্বয়কারী রোকেয়া যেভীন কায়সারী, প্রিপ ট্রাস্ট আইটি অফিসার মি. রিপন সিদ্দিক, সাংবাদিক রাজেশ গৌড় প্রমুখ।