বৃহস্পতিবার, মে ২, ২০২৪

ত্রিমাত্রিক বাহিনী ঘোষণা প্রধানমন্ত্রীর দুটি হেলিকপ্টার পেলো বিজিবি

যা যা মিস করেছেন

২০০৯ সালের পিলখানার ঘটনা দেশ ও জাতির জন্য ক্ষতিকর। এমন ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় সে বিষয়ে সর্তক থাকতে বিজিবির সদস্যদের প্রতি আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার সকালে গণভবন থেকে বিজিবির এয়ার উইং এর জন্য দুইটি এম আই ৭১ই হেলিকপ্টারের উদ্বোধনী অনুষ্ঠানে এই আহবান জানান প্রধানমন্ত্রী। সীমান্তে নজরদারি বাড়ানো ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-কে এ হেলিকপ্টার দুটি দেওয়া হয়েছে। দেশের সীমান্তপথে সকল প্রকার মাদকের অনুপ্রবেশ বন্ধে হেলিকপ্টার দুটি টহলে ব্যবহৃত হবে।

শেখ হাসিনা বলেন, ক্ষমতায় আসার পর থেকে বিজিবির উন্নয়নে কাজ করছে বর্তমান সরকার। আওয়ামী লীগ ব্যতীত অন্য কোনো সরকারই স্থল সীমানা চুক্তির বিষয়ে উদ্যোগ নেয়নি বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। উদ্বোধনী অনুষ্ঠানে বিজিবিকে ত্রিমাত্রিক বাহিনী হিসেবেও ঘোষণা করেন প্রধানমন্ত্রী।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ

x  Powerful Protection for WordPress, from Shield Security
This Site Is Protected By
Shield Security