সোমবার, এপ্রিল ২৯, ২০২৪

একজনের জন্য পরিবারের মুখে চুনকালি মাখতে দিবো না: ডিআইজি হাবিব

যা যা মিস করেছেন

ঢাকা রেঞ্জ ডিআইজি হাবিবুর রহমান বলেছেন, নারায়ণগঞ্জ জেলা পুলিশ আমি মনে করি একটি পরিবার। এই পরিবারের একজনের জন্য পুরো পরিবারের মুখে চুনকালি মাখতে দিবো না। কেউ অন্যায় করলে তাকে সংশোধনের দায়িত্ব পুলিশের। তাই আপনারা সকলেই নিজেদের এমনভাবে গড়ে তুলবেন যাতে আপনাদের থেকে অন্যরা শিখতে পারে। আপনি পুলিশ অফিসার অন্য ৫-৮ জনের চেয়ে উন্নত। তাই কোন ব্যক্তিগত লোভে জীবন জলাঞ্জলি দিবেন না, সবাই নিজেকে এমনভাবে তুলে ধরবেন যাতে গর্বের সাথে বলতে পারেন নারায়ণগঞ্জ পুলিশে চাকরি করি।

সোমবার দুপুরে নারায়ণগঞ্জ পুলিশ লাইনসে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সভা শেষে সংক্ষিপ্ত বক্তব্যে ডিআইজি হাবিবুর রহমান আরও বলেন, নারায়ণগঞ্জ জেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ জেলা। এখানে অপরাধের ধরণ ভিন্ন প্রকৃতির। নারায়ণগঞ্জ আলোচিত জেলা, গত ১ বছরে ব্যাপক উত্তরণ ঘটেছে। অপরাধের যে কোন দিকেই যান না কেন, সবক্ষেত্রেই ইতিবাচক পরিবর্তন এসেছে। পুলিশ অত্যন্ত মানবিকভাবে কাজ করে যাচ্ছে, এ এলাকার তা জনগণ জানে। অপরাধীরা নতুন বার্তা পেয়েছে যে, তাদের আগের মতো দিন নেই। সে কারণে একেবারেই নিয়ন্ত্রণে নারায়ণগঞ্জ। পুলিশ বর্তমানে স্ট্যার্ডাড অবস্থানে রয়েছে। করোনাযুদ্ধে বাংলাদেশ পুলিশ অন্যান্য সকল ডিপার্টমেন্টের চেয়ে এগিয়ে ছিল।
অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) টি.এম.মোশাররফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শফিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) জাহেদ পারভেজ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) সুভাষ চন্দ্র দাস, সহকারি পুলিশ সুপার (ট্রাফিক) সালেহ উদ্দিন আহমেদ, নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আসাদুজ্জামান, ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আসলাম, সিদ্ধিরগঞ্জ থানার থানার অফিসার ইনচার্জ(ওসি) কামরুল ফারুক, বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফখরুদ্দিন, সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ(ওসি) রফিকুল ইসলাম, সকল থানার তদন্ত ও ট্রাফিকের এসআই কর্মকর্তারাসহ জেলা পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ

x  Powerful Protection for WordPress, from Shield Security
This Site Is Protected By
Shield Security