বৃহস্পতিবার, মে ২, ২০২৪

খরচ কমিয়ে সঞ্চয় বাড়ানোর উপায়

যা যা মিস করেছেন

করোনাভাইরাসের কারণে গোটা বিশ্বের অর্থনীতিতে রিুরূপ প্রভাব পড়েছে। অনেকেই কাজ হারিয়েছেন। আগামী পৃথিবীতে টিকে থাকতে গেলে এ কারণে খরচ কমাতেই হবে। বিশেষজ্ঞদের বলছেন, করোনা পূববর্তী অর্থনীতি ফিরে পেতে আরও কয়েক বছর লেগে যেতে পারে।

এদিকে জিনিসপত্রের দামও যেভাবে বাড়ছে তাতে সংসার চালানো অনেকের জন্য বেশ কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সামনে যাতে আরও বিপদে না পড়েন এজন্য এখন থেকে সতর্ক থাকা প্রয়োজন। সেজন্য যতটা সম্ভব খরচ কমিয়ে সঞ্চয় করার চেষ্টা করতে হবে।

কিন্তু এমনি এমনিই তো আর খরচ কমে যাবে না। তার জন্য মানতে হবে কিছু নিয়ম-কানুন। আসুন তাই জেনে নিই কীভাবে খরচ কমিয়ে সঞ্চয় করতে হয়—

১. প্রয়োজন অনুযায়ী খরচ করুন। সমস্যা নেই বলে অপ্রয়োজনীয় জিনিস কিনে অপচয় করবেন না। আগামী দিন ভালো না-ও হতে পারে!

২. ঘরের খাবার খাওয়ার অভ্যাস বজায় রাখুন। তাতে স্বাস্থ্য ভালো থাকবে, খরচও কমবে। এ সময়ে বাইরে খাওয়া ঠিক নয়। তাই সাবধান হওয়াই ভালো।

৩. বাড়ি থেকে টিফিন নিয়ে অফিসে যাবেন। ক্যান্টিনের খাবার নিরাপদ না-ও হতে পারে। খরচ তো আছেই।

৪. জামা-কাপড় প্রয়োজন মতোই কিনুন। এমনিতেও বছরখানেক উৎসব-অনুষ্ঠান তেমন একটা হবে না। ফলে বাড়তি খরচ করে লাভ নেই।

৫. ঘন ঘন পার্লারে যাওয়া থেকে বিরত থাকুন। ঘরোোভাবে যতটা সম্ভব সৌন্দর্যচর্চা করুন।  এমনিতে এখন বাইরে বের হলে মুখের অর্ধেক ঢাকা থাকে মাস্কে, মাথা ঢাকা থাকে টুপি বা ওড়নায়। এ কারণে বেশি রূপচর্চার প্রয়োজন নেই। এছাড়া পার্লারে সামাজিক দূরত্ব বজায় রাখা নিয়েও আশঙ্কা থাকে। চুল কাটাতে হয়তো ২-৩ মাসে একবার পার্লারে যেতে পারেন।এর চেয়ে বেশি না যাওয়াই ভাল।

৬. উপহারের বাজেট কমিয়ে ফেলুন। উৎসবে-অনুষ্ঠানে কম গেলেই সবচেয়ে ভালো হয়। তাছাড়া এমন রীতি বন্ধ করতে পারলেও ভালো।

৭. ভ্রমণে যাওয়ার পরিকল্পনা অন্তত এ বছরের জন্য স্থগিত রাখুন। পাশাপাশি ভবিষ্যতের জন্য কিছু টাকা জমানোর চেষ্টা করুন।

৮. রোজগারের ৫-১০ শতাংশ টাকা ডিপোজিটে রাখতে পারেন। টাকাটা সরাসরি বেতন থেকে কেটে নেওয়ার ব্যবস্থা করুন।

৯. স্বাস্থ্যবিমায় বিনিয়োগ করুন। করা থাকলে টপআপ করুন নিয়মিত। যাতে বর্ধিত চিকিৎসা-খরচের সঙ্গে তাল মেলাতে পারেন।

১০. প্রতি মাসে বেতন পাওয়ার পর পরই বাড়ি ভাড়া, ইলেকট্রিক বিল, গ্যাস ও পানির বিলসহ অন্যান্য খরচ মিটিয়ে দিন।

১১. যে টাকা থাকবে তার ১০ শতাংশ সেভিংস অ্যাকাউন্টে জমা রাখুন। বছর শেষে প্রিমিয়াম বা কোনো দরকারে কাজে লাগতে পারে।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ

x  Powerful Protection for WordPress, from Shield Security
This Site Is Protected By
Shield Security