বৃহস্পতিবার, জুন ১৩, ২০২৪

জরুরি রক্তের প্রয়োজনে

যা যা মিস করেছেন

খেয়াল রাখবেন:

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নিরাপদ রক্ত পরিসঞ্চালন বিভাগের প্রধান অধ্যাপক জলি বিশ্বাস বলেন, অবশ্যই পেশাদার রক্তদাতার রক্ত পরিহার করতে হবে। এ সময় রক্তদাতার যেসব বিষয় পরীক্ষা করা দরকার বলে তিনি জানান—
এইচআইভি-১; এইচআইভি-২ (এইডস), হেপাটাইটিস-বি, হেপাটাইটিস-সি, সিফিলিস, ম্যালেরিয়া।
কেউ যদি কোনো ব্লাড ব্যাংক থেকে রক্ত নেন, দেখতে হবে ওই রক্ত ওপরের রোগ বা রোগের জীবাণুমুক্ত কি না।

কয়েকটি ব্লাড ব্যাংকের খোঁজ বেসরকারি ৩৭টি রক্ত পরিসঞ্চালনকেন্দ্রের বেশির ভাগই রাজধানী ঢাকায়। নিচে এগুলোর কয়েকটির যোগাযোগের ঠিকানা দেওয়া হলো—

 এ্যাপোলো হাসপাতাল
প্লট-৮১, ব্লক-ই, বসুন্ধরা আ/এ। ফোন-৮৪০১৬৬১।

 ল্যাবএইড ব্লাড ব্যাংক
বাড়ি-১, সড়ক-৪. ধানমন্ডি।
ফোন: ৯৬৭৬৩৫৬।

 স্কয়ার হাসপাতাল
১৮/এফ, পশ্চিম পান্থপথ।
ফোন-৮১৫৯৪৫৭।

 সিটি হাসপাতাল লিমিটেড
১/৮, ব্লক-ই, লালমাটিয়া।
ফোন-৮১৪৩৩১২।

 ইউনাইটেড হাসপাতাল লিমিটেড
প্লট-১৫, সড়ক-৭১, গুলশান-১।
ফোন-৮৮৩৬০০০।

 কিডনি ফাউন্ডেশন
বাড়ি-৬, সড়ক-৮, ধানমন্ডি।
ফোন-৮৬৫৩৪১০।

 আদ-দ্বীন হাসপাতাল
২ বড় মগবাজার। ফোন-৯৩৫৩৩৯১।

 ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল ও গবেষণা প্রতিষ্ঠান
১২২, কাজী নজরুল ইসলাম এভিনিউ, শাহবাগ। ফোন-৯৬১১৪১।

 বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতাল
বাড়ি-৩৫, সড়ক-১৪/এ, ধানমন্ডি। ফোন-৯১১৮২০২।

 বারডেম হাসপাতাল
১২২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, শাহবাগ। ফোন- ৮৬১৬৬৪১।

আপনি যদি প্রয়োজনীয় গ্রুপের রক্তদাতা খুঁজে না পান, তবে যোগাযোগ করতে পারেন স্বেচ্ছায় রক্তদাতা সংগঠনগুলোর সঙ্গে। তারা কোনো টাকা-পয়সা ছাড়াই রক্তের ব্যবস্থা করে দেবে। তাদের কাছে স্বেচ্ছায় রক্ত দিতে আগ্রহীদের তালিকা থাকে।

 বাঁধন
ছাত্র-শিক্ষক কেন্দ্র, ঢাকা বিশ্ববিদ্যালয়। ফোন-৮৬২৯০৪২।

 কোয়ান্টাম
১/১ পাইওনিয়র সড়ক, কাকরাইল। ফোন-৯৩৫১৯৬৯।

 সন্ধানী
ঢাকা মেডিকেল কলেজ শাখা।
ফোন-৯৬৬৮৬৯০।

 রেড ক্রিসেন্ট
৭/৫ আওরঙ্গজেব সড়ক, মোহাম্মদপুর। ফোন-৯১১৬৫৬৩।

পরামর্শ:

কোনো ব্লাড ব্যাংক থেকে সংরক্ষিত রক্ত নেওয়ার সময় নিচের বিষয়গুলো খেয়াল রাখতে হবে। রক্ত কবে সংগ্রহ করা হয়েছে, এর ল্যাব নম্বর, গ্রুপের নাম— এসব তথ্য রক্তের ব্যাগে থাকতে হবে। কোনো ধরনের পরীক্ষা ছাড়া রক্ত নেবেন না। এমনকি আপনজনেরও না। রক্ত সঞ্চালন প্রক্রিয়াটি অবশ্যই কোনো দক্ষ মেডিকেল টেকনোলজিস্টের দ্বারা সম্পন্ন করতে হবে। আর তত্ত্বাবধানে থাকবেন একজন চিকিৎসক।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ

x  Powerful Protection for WordPress, from Shield Security
This Site Is Protected By
Shield Security