বুধবার, এপ্রিল ২৪, ২০২৪

৮৯তম অস্কার:সেরা পার্শ্ব অভিনেত্রী ভায়োলা

যা যা মিস করেছেন

‘ফেঞ্চেস’ ছবিতে অভিনয়ের জন্য ৮৯তম অস্কারের সেরা সহ–অভিনেত্রীর পুরস্কার জিতেছেন ভায়োলা ডেভিস। সেরা সহ-অভিনেতার পুস্কার জিতেছেন মাহারশালা আলী (মুনলাইট)। সেরা বিদেশি ভাষার ছবির পুরস্কার পেয়েছে আসগর ফারহাদির ইরানি ছবি ‘দ্য সেলসম্যান’।

Oscar the mail bd

হলিউডের দুই কৃষ্ণাঙ্গ শিল্পী ভায়োলা ডেভিস এবং মাহারশালা আলীর অস্কার জয়কে বর্ণবাদের বিরুদ্ধে একটা প্রতিরোধ হিসেবে দেখা হচ্ছে। মুসলিম পরিচয়ের কারণে যে দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করেছিলেন ট্রাম্প সেই ইরানের একজন নির্মাতার হাতেই গেলো সেরা বিদেশি ভাষার ছবির পুরস্কার। ফলে এবারের অস্কারকে ঘিরে ঘুরেফিরে উত্তাপ ছড়িয়েছে বর্ণবৈষম্য আর অভিবাসী ইস্যুর মতো বিষয়গুলো।

ভায়োলা ডেভিসের সঙ্গে সেরা সহ-অভিনেত্রী বিভাগে অস্কার জয়ের লড়াইয়ে ছিলেন নওমি হ্যারিস (মুনলাইট), নিকোল কিডম্যান (লায়ন), অক্টোভিয়া স্পেনসার (হিডেন ফিগার্স) ও মিশেল উইলিয়ামস (ম্যানচেস্টার বাই দ্য সি।

মাহারশালা আলীর সঙ্গে সেরা সহ-অভিনেতা বিভাগে প্রতিদ্বন্দ্বিতায় ছিল জেফ ব্রিজেস (হেল অর হাই ওয়াটার), লুকাস হেজেস (ম্যানচেস্টার বাই দ্য সি), দেব প্যাটেল (লায়ন) ও মাইকেল শ্যানন (নকটারনাল অ্যানিমেলস)।

হলিউডের ডলবি থিয়েটারে বালাদেশ সময় সোমবার ভোর সাড়ে ৭টার দিকে বসে অস্কারের এবারের আসর।

সেরা পার্শ্ব অভিনেতা ছাড়াও এখন পর্যন্ত যেসব বিভাগে পুরস্কার ঘোষণা করা হয়েছে সেগুলো হলো :

সেরা পার্শ্ব অভিনেত্রী : ভায়োলা ডেভিস (ফেঞ্চেস)

কস্টিউম ডিজাইন : ফ্যান্টাস্টিক বিস্ট অ্যান্ড হোয়্যার টু ফাইন্ড দেম

ডকুমেন্টারি ফিচার : ও.জে. : মেইড ইন আমেরিকা

মেকআপ অ্যান্ড হেয়ারস্টাইলিং : সুইসাইড স্কোয়াড

শব্দ সম্পাদনা : অ্যারাইভাল

ডকুমেন্টারি শর্ট : দ্য হোয়াইট হেলমেটস

লাইভ অ্যাকশন শর্ট : সিং

অ্যানিমেটেড ফিচার : জুটোপিয়াে

অ্যানিমেটেড শর্ট : পাইপার

ভিজ্যুয়াল ইফেক্টস : দ্য জাংগল বুক

সেরা বিদেশি ছবি : দ্য সেলসম্যান

সিনেমাস্কোর : লা লা ল্যান্ড

সেরা গান : সিটি অব স্টার (লা লা ল্যান্ড)

সেরা সিনেমাটোগ্রাফি : লা লা ল্যান্ড

সেরা প্রোডাকশন ডিজাইন : লা লা ল্যান্ড

ছবি সম্পাদনা : হেকসো রিজ

শব্দ মিশ্রণ : হ্যাকসো রিজ

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ

x  Powerful Protection for WordPress, from Shield Security
This Site Is Protected By
Shield Security