বৃহস্পতিবার, মে ২, ২০২৪

আগুনে পুড়ল মোহাম্মদপুরের বাঁশবাড়ি বস্তির শতাধিক ঘর

যা যা মিস করেছেন

রাজধানীর মোহাম্মদপুরের বাঁশবাড়ি বস্তিতে আগুন লেগে শতাধিক ঘর পুড়ে গেছে। বুধবার রাত সাড়ে ৩টার দিকে চাঁন মিয়া হাউজিংয়ের পাশের ওই বস্তিতে আগুন লাগে।

fire at mirpur the mail bd

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানাতে পারেননি ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা পলাশ চন্দ্র মোদক।

তিনি বলেন, বস্তিতে প্রায় তিনশতাধিক ঘর রয়েছে। এগুলো বাঁশ, কাট ও টিনের তৈরি। বেশিরভাগ ঘরগুলো দ্বিতল বিশিষ্ট।’

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মাসুদুর রহমান জানান, প্রাথমিকভাবে আমরা ধারণা করছি, মশার কয়েল থেকে আগুনের আগুনের সূত্রপাত হতে পারে। বিষয়টি তদন্ত করে দেখতে হবে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলেও জানান তিনি।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ

x  Powerful Protection for WordPress, from Shield Security
This Site Is Protected By
Shield Security