বুধবার, এপ্রিল ২৪, ২০২৪

দ্বিতীয় মেয়াদে মেয়রের দায়িত্ব বুঝে নিলেন আইভী

যা যা মিস করেছেন

নগরীর দেওভোগের পৈতৃক বাড়ি থেকে সোমবার সকাল সাড়ে ১০টায় পায়ে হেঁটে নগর ভবনে যান আইভী। এ সময় সড়কের দুই পাশে দাঁড়িয়ে নগরবাসী তাকে শুভেচ্ছা জানান।

নগর ভবনে পৌঁছালে তাকে ফুল দিয়ে স্বাগত জানান সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা। মেয়রের সঙ্গে সঙ্গে নবনির্বাচিত ৩৬ কাউন্সিলরও তাদের দায়িত্ব গ্রহণ করেন।
আইভী বলেন, আমি নারায়ণগঞ্জবাসীর কাছে কৃতজ্ঞ। এই নগরভবন হবে সার্বজনীন। দল, মতের ঊর্ধ্বে গিয়ে আমি সবার সেবা করবো। কারণ আমাকে দল, মতের ঊর্ধ্বে উঠেই সবাই ভোট দিয়েছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞ জানিয়ে আইভী বলেন, জনতার কথা বুঝেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীক তুলে দিয়েছিলেন। নারায়ণগঞ্জবাসী সেই নৌকায় ভোট দিয়ে আমাকে এবার নির্বাচিত করেছেন।
তিনি বলেন,  আমি, আমার বাবা আলী আহমদ চুনকা নারায়ণগঞ্জবাসীর সেবা করেছি। কখনও বেঈমানি করিনি। আগামীতেও বেঈমানি করবো না।
উল্লেখ্য, গত ২২ ডিসেম্বর অনুষ্ঠিত নাসিক নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে আইভী ৭৯ হাজার ভোটে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানকে পরাজিত করে দ্বিতীয়বারের মত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হন।
এর আগে ২০১১ সালের ৫ মে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন গঠনের পর ওই বছরের ১১ অক্টোবর অনুষ্ঠিত নির্বাচনে প্রায় লক্ষাধিক ভোটে প্রভাবশালী আওয়ামী লীগ নেতা শামীম ওসমানকে হারিয়ে প্রথম নারী মেয়র নির্বাচিত হন তিনি।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ

x  Powerful Protection for WordPress, from Shield Security
This Site Is Protected By
Shield Security