সোমবার, এপ্রিল ২৯, ২০২৪

নির্বাচন জনগণের নির্বাচন ছিলো না: এরশাদ

যা যা মিস করেছেন

সদ্য সমাপ্ত জেলা পরিষদ নির্বাচন জনগণের নির্বাচন ছিলো না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ।

HM ershad the mail bd

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বেলা পৌনে ১২টার দিকে রাজধানীর গুলশানে ইমানুয়েল কনেভেনশন সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

এরশাদ বলেন, এটা মৌলিক কোনো নির্বাচন ছিলো না। কারণ, সব ভোটার ছিলো সরকারি দলের। এ কারণে আমরা এ নির্বাচনে অংশ নেওয়াকে সমীচীন মনে করিনি। এরপরেও আমাদের সমর্থন ছাড়া জাতীয় পার্টির দু’-একজন প্রার্থী জয়লাভ করেছেন।

আগামী জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে তিনি বলেন, আইন অনুযায়ী, আগামী জাতীয় সংসদ নির্বাচন বর্তমান সরকারের অধীনেই অনুষ্ঠিত হবে। তবে আমরা চাই, সে নির্বাচন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের মতো সুষ্ঠু হবে।

বিএনপি সম্পর্কে তিনি বলেন, আমি মনে করি, বিএনপি সাংগঠনিকভাবে দুর্বল হয়ে গেছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি একক না জোট করে নির্বাচন করবে তা এখনও সে সিদ্ধান্ত নেওয়া হয়নি। আমরা চাই, তিনশো আসনেই জাতীয় পার্টি এককভাবে নির্বাচনে অংশ নিক।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ

x  Powerful Protection for WordPress, from Shield Security
This Site Is Protected By
Shield Security