বৃহস্পতিবার, এপ্রিল ১৮, ২০২৪

প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী শুরু রোববার, কমেছে পরীক্ষার্থী

যা যা মিস করেছেন

pes-exam-the-mail-bd

প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু হচ্ছে আগামী রবিবার (২০ নভেম্বর)। গত বছরের তুলনায় এবার দুটি পরীক্ষায় ২৪ হাজার ২২৬ জন কমেছে।

 এবার মোট পরীক্ষার্থী ৩২ লাখ ৩০ হাজার ২৮৮ জন। গত বছর পরীক্ষার্থী ছিল ৩২ লাখ ৫৪ হাজার ৫১৪ জন।

প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা উপলক্ষে বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান (ফিজার) দুটি পরীক্ষার বিভিন্ন তথ্য তুলে ধরেন।

তিনি বলেন, ‘প্রতিটি পরীক্ষা বেলা ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। তবে বিশেষ চাহিদা সম্পন্ন পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত ২০ মিনিট সময় বেশি রাখা হয়েছে। পরীক্ষা শেষ হবে ২৭ নভেম্বর।’

মোস্তাফিজুর রহমান বলেন, ‘এ বছর প্রাথমিক সমাপনীতে ২৯ লাখ ৩০ হাজার ৫৭৩ জন ও ইবতেদায়ী সমাপনীতে ২ লাখ ৯৯ হাজার ৭১৫ জন ছাত্র-ছাত্রী অংশ নেবে।’

সারাদেশে সাত হাজার ১৯৪টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রাথমিক সমাপনীর জন্য দেশের বাইরে ১১টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে।

পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘মোট ছয়টি বিষয়ে পরীক্ষা নেওয়া হবে। প্রতি বিষয়ে ১০০ করে মোট ৬০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে।’

২০০৯ সালে প্রথম প্রাথমিক সমাপনী শুরু হয়। ইবতেদায়ী সমাপনী শুরু হয় আরও এক বছর পর। সেই অনুযায়ী অষ্টমবারের মতো প্রাথমিক সমাপনী ও সপ্তমবারের মতো ইবতেদায়ী সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

পরীক্ষার বিস্তারিত সময়সূচি:

প্রাথমিক সমাপনীতে

২০ নভেম্বর : ইংরেজি,

২১ নভেম্বর : বাংলা,

২২ নভেম্বর : বাংলাদেশ ও বিশ্ব পরিচয়,

২৩ নভেম্বর : প্রাথমিক বিজ্ঞান,

২৪ নভেম্বর : ধর্ম ও নৈতিক শিক্ষা ও

২৭ নভেম্বর : গণিত পরীক্ষা হবে।

ইবতেদায়ি সমাপনীতে:

২০ নভেম্বর: ইংরেজি,

২১ নভেম্বর: বাংলা,

২২ নভেম্বর : বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং বিজ্ঞান,

২৩ নভেম্বর : আরবি,

২৪ নভেম্বর : কুরআন ও তাজবীদ এবং আকাঈদ ও ফিকহ্,

২৭ নভেম্বর : গণিত বিষয়ে পরীক্ষা হবে।

সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা সচিব, প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ

x  Powerful Protection for WordPress, from Shield Security
This Site Is Protected By
Shield Security