শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

জয়ের কাছেই প্রথম কম্পিউটার চালানো শিখেছি: প্রধানমন্ত্রী

যা যা মিস করেছেন

PM of bang the mail bd

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ছেলে ও তথ্য-প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে তথ্য প্রযুক্তিতে তার শিক্ষক হিসেবে উল্লেখ করে বলেছন, তার কাছেই প্রথম কম্পিউটার চালানো শিখেছি। আজও প্রতিনিয়ত শিখছি ।

ননস্টপ বাংলাদেশ প্রতিপাদ্য নিয়ে আজ বুধবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি, বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হওয়া ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন ।

প্রধানমন্ত্রী বলেছেন ‘আমিতো ডিজিটাল ছিলাম না। ছেলের কাছেই কম্পিউটার শিখেছি। এখনো শিখছি’।

‘শিশুদের কাছে অনেক ভাল শেখা যায়’ বলেও মন্তব্য করেন তিনি।

যখন ‘ডিজিটাল বাংলাদেশ’ শ্লোগানটি আমরা দিতে শুরু করি, তখন অনেকেই টিপ্পনী কেটেছে। কিন্তু ডিজিটাল বাংলাদেশ এখন অনেকটাই বাস্তব। বলেন শেখ হাসিনা।

তিনি বলেন, দেশে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিসহ বিভিন্ন খাতে উন্নয়ন এবং বিভিন্ন আন্তর্জাতিক পুরস্কার অর্জনের বিষয় তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন সবাই বলে পুরস্কার আমি পেয়েছি, আমি মনে করি, এ অর্জন বাংলাদেশের।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের জনগণকে পরিপূর্ণ ডিজিটাল সেবা এনে দেয়ার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে সরকার। ১৯৯৬ সালে ক্ষমতায় আসার পর বাংলাদেশের প্রযুক্তিগত বিকাশের বিষয়টি মাথায় রেখে কাজ করে গেছে আওয়ামিলীগ সরকার ।

দ্বিতীয়বার ক্ষমতায় আসার পরও আওয়ামিলীগ সরকার একই লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বলেন, আওয়ামিলীগ সরকার ২১ বছর পর ১৯৯৬ সালে ক্ষমতায় এসে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উন্নয়নে কাজ শুরু করে। ফোন করলেও ১০টাকা, ধরলেও ১০ টাকা, মোবাইল ফোনের এই মনোফলি আমরা ভেঙ্গে দিই ।

প্রধান অতিথির বক্তৃতায় সজীব ওয়াজেদ জয় সম্প্রতি জাতিসংঘে আইসিটি ফর ডেভেলপমেন্ট আন্তর্জাতিক পুরস্কার অর্জনের কথা স্মরণ করে তিনি বলেন, মা হিসেবে সজীব ওয়াজেদ জয়ের কৃতিত্বে আমি গর্বিত। গতরাতেও আমি তার কাছ থেকে কিছু বিষয় শিখেছি। প্রতিনিয়তই শিখছি।

উল্লেখ্য, এ বছর ১৯ থেকে ২৩শে অক্টোবর পর্যন্ত চলবে ‘ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৬’। এটি সবার জন্য উন্মুক্ত থাকবে ।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ

x  Powerful Protection for WordPress, from Shield Security
This Site Is Protected By
Shield Security