সোমবার, এপ্রিল ২৯, ২০২৪

নাটকীয় ম্যাচে ভারতের ১ রানের হার

যা যা মিস করেছেন

India-Wes the mail bd

টোয়েন্টি টোয়েন্টিতে একটা সেঞ্চুরিই হরহামেশা হয় না, সেখানে প্রথমবার দুই ইনিংসে দুই সেঞ্চুরিয়ান! দুই দল মিলে ৪০ ওভারে তুলেছে ৪৮৯ রান, ছক্কা হয়েছে ৩২টি।

ফ্লোরিডার লাউডারহিল মাঠে হয়েছে এমনই রান উৎসব। তাতে ইতিহাস গড়ার দোরগোড়ায় গিয়ে শেষ সিঁড়িতে হোঁচট খেল ভারত। ওয়েস্ট ইন্ডিজের ২০ ওভারে ৫ উইকেটে করা ২৪৫ রান তাড়া করতে নেমে খুবই কাছে চলে গিয়েছিল মহেন্দ্র  সিং ধোনির দল।

কিন্তু ডোয়াইন ব্র্যাভোর করা শেষ ওভারের শেষ বলে জয়ের জন্য প্রয়োজনীয় দুটো রান আর নিতে পারেননি ধোনি, বরং চ্যামিপয়ন ব্র্যাভোর স্লোয়ারে ধোঁকা খেয়ে ক্যাচ তুলে দিয়েছেন মারলন স্যামুয়েলসের হাতে। রানবন্যার ম্যাচটায় তাই ভারত হেরে গেছে মাত্র ১ রানে।

টসে জিতে বোলিং নেওয়া ভারতের বোলারদের ওপর রীতিমতো অত্যাচার করেছেন জনসন চার্লস ও এভিন লুইস। ৩৩ বলে ৭৯ রান করে চার্লস বিদায় নিলেও থামেননি লুইস। দক্ষিণ আফ্রিকার রিচার্ড লেভির দ্রুততম টি-টোয়েন্টি শতরানের রেকর্ডটা অল্পের জন্য ভাঙতে পারেননি তিনি। রেকর্ডটা ৪৫ বলে আর লুইস তিন অঙ্কে পৌঁছান ৪৮ বলে। এমন ব্যাটিং তাণ্ডবে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ২০ ওভার শেষে দাঁড়ায় ৬ উইকেটে ২৪৫ রান যা টি-টোয়েন্টির তৃতীয় সর্বোচ্চ দলীয় ইনিংস।

ইটের জবাব পাথর দিয়েই দিচ্ছিল ভারত। আজিঙ্কা রাহানে (৭) ও বিরাট কোহলি (১৬) অল্পতেই আউট হয়ে গেলেও রোহিত শর্মার ২৮ বলে ৬২ রানের ইনিংসের সঙ্গে লোকেশ রাহুলের সেঞ্চুরি জয়ের পথই দেখাচ্ছিল ভারতীয়দের। মাত্র ৪৬ বলে সেঞ্চুরিতে পৌঁছে যান রাহুল, শেষ পর্যন্ত ৫১ বলে ১২ বাউন্ডারি আর ৫ ছক্কায় ১১০ রানে অপরাজিত।

টেস্ট ক্রিকেটে তাঁকে বেশি সম্ভাবনাময় মনে করা হলেও রাহুল বুঝিয়ে দিলেন, এই যুগের খেলা টি-টোয়েন্টিতেও তাঁর হাতযশ আছে! শেষ ওভারে জয়ের জন্য ভারতের দরকার ৮ রান, ক্রিজে সেঞ্চুরিয়ান রাহুলের সঙ্গে ‘ক্যাপ্টেন কুল’ ধোনি।

এই ম্যাচ তো ভারতের দিকেই ঝুঁকে! বাদ সাধলেন ‘চ্যামিপয়ন’ ব্র্যাভো। বুদ্ধিদীপ্ত বোলিং করে দেননি কোনো বাউন্ডারি। প্রথম বলে মারলন স্যামুয়েলসের হাতে ক্যাচ দিয়েও বেঁচে যাওয়া ধোনিই শেষ বলে স্ট্রাইকে।

জিততে দরকার ২ রান, কিন্তু স্লোয়ারে ঠিকঠাক ব্যাটে বলে করতে না পেরে ধোনি ক্যাচ দেন সেই স্যামুয়েলসের হাতেই। তাতেই তীরে এসে তরী ডোবে ভারতের, টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি রান তাড়া করে জেতার রেকর্ডের বদলে কপালে জোটে ১ রানের হার। ক্রিকইনফো

সংক্ষিপ্ত স্কোর

ওয়েস্ট ইন্ডিজ : ২৪৫/৬ (লুইস ১০০, চার্লস ৭৯; বুমরাহ ২/৪৭)।

ভারত : ২৪৪/৭ (রাহুল ১১০*, রোহিত ৬২, ধোনি ৪৩)।

ফল : ওয়েস্ট ইন্ডিজ ১ রানে জয়ী।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ

x  Powerful Protection for WordPress, from Shield Security
This Site Is Protected By
Shield Security