বৃহস্পতিবার, মে ২, ২০২৪

মিরপুরের সুপার শপে মেয়াদোত্তীর্ণ পণ্য, জরিমানা করলো পুলিশ

যা যা মিস করেছেন

পণ্যের গায়ে মেয়াদোত্তীর্ণ তারিখ, পণ্য উৎপাদনের তারিখ উল্লেখ না থাকাসহ বিভিন্ন অপরাধে রাজধানীর মিরপুরে সুপার শপ ‘ঢাকা বাজার’কে জরিমানা করা হয়েছে।

date expired food the mail bd

বৃহস্পতিবার (১১ আগস্ট) দুপুরে এপিবিএন-৫ এর সহকারী পুলিশ সুপার মো. সাইদুর রহমান, মো. আব্দুল জব্বার মণ্ডল, মো. রিয়াদুল ইসলামসহ বিএসটিআই’র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এপিবিএন-৫ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বিএসটিআই’র যৌথ সমন্বয়ে বাজার তদারকিমূলক ভেজালবিরোধী অভিযান পরিচালনার সময় ঢাকা বাজারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া কয়েকটি ফলের দোকানকে মূল্য তালিকা ঝোলানোসহ কেমিক্যালমুক্ত ফল বিক্রির নির্দেশ দেওয়া হয়।

সহকারী পুলিশ সুপার মো. সাইদুর রহমান জানান, সুপার শপটির পণ্যের গায়ে মেয়াদোত্তীর্ণ তারিখ, পণ্য উৎপাদনের তারিখ, পণ্যের মূল্য তালিকা প্রদর্শন, মাংসের প্রতি কেজি মূল্য সমন্বিত মূল্য তালিকা প্রদর্শন না করে বিপণন করে আসছে।

অভিযানে প্রতিষ্ঠানের ব্যবস্থাপক মো. হাবিব (৪৮) অপরাধ স্বীকার করলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ

x  Powerful Protection for WordPress, from Shield Security
This Site Is Protected By
Shield Security