সোমবার, এপ্রিল ২৯, ২০২৪

পশু কোরবানির ৬২৩৩ স্থান নির্ধারণ

যা যা মিস করেছেন

আগামী ঈদুল আজহার সময় পশু কোরবানির জন্য ১১টি সিটি করপোরেশন ও ৫৩টি জেলায় ৬ হাজার ২৩৩টি স্থান নির্ধারণ করা হয়েছে।

korbani cow the mail bd

সচিবালয়ে বৃহস্পতিবার (১১ আগস্ট) নির্ধারিত স্থানে কোরবানির পশু জবাই ও দ্রুত বর্জ্য অপসারণ নিশ্চিতে কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন সভা শেষে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।

সভায় সিটি করপোরেশনের মেয়র, পৌরসভা মেয়র ও সিটি করপোরেশনগুলোর প্রধান নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১০ সেপ্টেম্বর দেশে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ পালিত হবে।

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে, অর্থনৈতিক উন্নয়নের সাথে সাথে আমাদের সক্ষমতা বেড়ে যাচ্ছে, পশু কোরবানির হারও বাড়ছে। আগে ৭ থেকে ৮ লাখ পশু কোরবানি হলেও এখন সারাদেশে শহর এলাকায় ৩৫ থেকে ৪০ লাখ গরু কোরবানি হয়।’

তিনি বলেন ‘এ কোরবানিটা যদি নিয়ন্ত্রিতভাবে করা না হয় তাহলে পরিবেশ ও স্বাস্থ্যগত কারণে আমরা ক্ষতিগ্রস্ত হই। বিশেষ করে শহর অঞ্চলে ব্যাপক ক্ষতিগ্রস্তের সম্মুখীন হই। যে কারণে আমরা সবাই মিলে ঠিক (পশু জবাইয়ের স্থান) করছি। ধর্মীয় ব্যাপারে কাউকে বিধি-নিষেধ করা সম্ভব নয়।’

মোশাররফ হোসেন বলেন, ‘পাবলিক প্লেসগুলোতে যাতে স্বাস্থ্য ও পরিবেশগত হুমকি না হয় সেজন্য আপনার যদি নিজের আঙ্গিনায় (পশু জবাই) করতে পারেন ভাল। যদি না পারেন সেজন্য আপনাদের পাড়ায় স্থান নির্ধারণ করে দিয়েছি। ওখানে আসেন, কোরবানি করেন। বর্জ্য নিষ্কাশনের যে ব্যবস্থা তা পৌরসভা নেবে।’

মন্ত্রী বলেন, ‘আমরা ৬ হাজার ২৩৩টি স্থানে পশু কোরবানির জায়গা নির্ধারণ করছি। যদি প্রয়োজন হয় আরও বাড়ানো যাবে।’

স্থানীয় সরকার সচিব বলেন, ‘১১টি সিটি করপোরেশন ছাড়াও ৫৩টি জেলায় সম্ভাব্য ৭ লাখ ১৬ হাজার ৯৪০টি পশুর কোরবানি হবে। পশু জবাইয়ের স্থান ৬ হাজার ২৩৩টি। এ সংখ্যা হেররেফ হতে পারে।’

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র বলেন, ‘গত বছর কোরবানির বর্জ্য পরিস্কারে ২৪ ও ৩৬ ঘণ্টার একটি সময় ছিল। আপনারা দেখেছেন তার আগেই ঢাকা উত্তর ও দক্ষিণ মোটামুটিভাবে পরিস্কার করে ফেলেছে।’

রাস্তার উপর পশু কোরবানি না করারও অনুরোধ জানিয়ে আনিসুল হক বলেন, ‘নির্দিষ্ট স্থানে কোরবানি করা পৃথিবীর অনেক দেশে বাধ্যতামূলক। সরকার সেই সুযোগ সুবিধা সৃষ্টির চেষ্টা করছে। এই মুহূর্তে আমাদের দেশে এটা বাধ্যতামূলক নয়।’

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র বলেন, ‘গত বছর আমরা নির্ধারিত সময়ের আগেই কোরবানির বর্জ্য পরিস্কার করতে সক্ষম হয়েছিলাম। এবারও আমরা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে বর্জ্য ব্যবস্থাপনার কাজ সম্পন্ন করব। আশা করি ৪৮ থেকে ৭২ ঘণ্টার মধ্যে আমরা পুরোপুরি এই শহরটাকে ক্লিন করে দেব।’

সরকার নির্ধারিত পশু কোরবানির স্থানগুলোতে কোরবানি করা বাধ্যতামূলক নয় জানিয়ে সাঈদ খোকন বলেন, ‘আমরা নাগরিকদের আহ্বান জানাচ্ছি তারা যেন নির্দিষ্ট স্থানে এসে পশু কোরবানি করেন।’

১১ সিটি করপোরেশনে কোরবানির ২৯৪৩টি স্থান

সভার শুরুতে স্থানীয় সরকার বিভাগের সচিব বলেন, ‘আসন্ন কোরবানিতে ১১ সিটি করপোরেশনে ২ হাজার ৯৪৩টি পশু জবাইয়ের স্থান, জবাইয়ের জন্য ৪ হাজার ৮৮৫ জন ইমাম ও মাংস প্রক্রিয়ার জন্য ১২ হাজার ৬৩৮ জন কসাই নির্ধারণ করা হয়েছে।’

তিনি বলেন, ‘আমাদের ৩২৫টি পৌরসভা আছে। সেখানে আরও বেশি কোরবানি হবে। সে তালিকা অসম্পূর্ণ রয়েছে। তা আমরা ঠিক করব।’

সচিব বলেন, ‘এবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের সম্ভাব্য কোরবানি দাতার সংখ্যা এক লাখ এক হাজার ৪১০ জন, কোরবানির জন্য সম্ভাব্য পশুর সংখ্যাও এক লাখ এক হাজার ৪১০টি। দক্ষিণে ৫৬৭টি পশু জবাইয়ের স্থান নির্ধারণ করা হয়েছে। এছাড়া পশু জবাইয়ের জন্য ৭৮৫ জন ইমাম ও মাংস প্রক্রিয়ার জন্য ৪৮৪ জন কসাই থাকবেন।’

আবদুল মালেক জানান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে সম্ভাব্য কোরবানি দাতার সংখ্যা ২ লাখ, কোরবানির জন্য সম্ভাব্য পশুর সংখ্যা ২ লাখ ৬০ হাজার। দক্ষিণে ৫৮৩টি পশু জবাইয়ের স্থান, ৮৯৩ জন ইমাম ও ৪৫৪ জন কসাই নির্ধারণ করা হয়েছে।

সভায় রংপুর সিটি করপোরেশনের মেয়র, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র উপস্থিত ছিলেন।

 

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ

x  Powerful Protection for WordPress, from Shield Security
This Site Is Protected By
Shield Security