বুধবার, মে ১, ২০২৪

পদোন্নতিতে গুরুত্ব পাবে মুক্তিযুদ্ধের চেতনাঃ প্রধানমন্ত্রী

যা যা মিস করেছেন

সেনাবাহিনীতে পদোন্নতির ক্ষেত্রে পেশাগত দক্ষতার পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীদের গুরুত্ব দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পর্ষদের মাধ্যমে লেফটেন্যান্ট কর্নেল থেকে কর্নেল পদবিতে পদোন্নতির সিদ্ধান্ত নেওয়া হবে।

seikh hasina at Army the mail bd

আজ রোববার সকালে সেনাসদর কনফারেন্স হলে সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০১৬ উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এ কথা বলেন। শেখ হাসিনা বলেন, পদোন্নতির ক্ষেত্রে পেশাগত মান ও যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের অবশ্যই অগ্রাধিকার দিতে হবে।

সেই সঙ্গে তাদের দেশপ্রেমিক ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী হতে হবে। সেনাবাহিনীর কল্যাণে বর্তমান সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে ফোর্সেস গোল ২০৩০-এর আলোকে সেনাবাহিনীর জন্য গৃহীত উন্নয়ন পরিকল্পনা এগিয়ে নেওয়ার তাগিদ দেন শেখ হাসিনা।

সম্প্রতি দেশে ঘটে যাওয়া জঙ্গি হামলার সময়ে সেনাবাহিনীর সদস্যদের কর্মদক্ষতারও প্রশংসা করেন তিনি। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক, সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ

x  Powerful Protection for WordPress, from Shield Security
This Site Is Protected By
Shield Security