বৃহস্পতিবার, মে ২, ২০২৪

সক্রিয় ‘অজ্ঞান পার্টি’, এক রাতেই ৫ জন হাসপাতালে

যা যা মিস করেছেন

ঈদ সামনে রেখে রাজধানীর বিভিন্ন এলাকায় সক্রিয় হয়ে উঠেছে ‘অজ্ঞান পার্টি’ নামে পরিচিত প্রতারকচক্র; তাদের পাল্লায় পড়ে এক রাতেই হাসপাতালে গেছেন অন্তত পাঁচজন।

dmc the mail bd
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মতিঝিল, শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা থেকে ওই পাঁচজনকে রোববার রাতে হাসপাতালে ভর্তি করা হয়।

এদের মধ্যে তিনজনের পরিচয় জানা গেছে। তারা হলেন- সূত্রাপুর থানা ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি মহিউদ্দিন মুত্তার (২৫), স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অফিস সহকারী নূর ইসলাম (৩০) এবং রাশেদ উদ্দিন (৩৩) নামে এক অটোরিকশা চালক।

এছাড়া টিএসসি এলাকায় অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে রোববার রাত ১০টার দিকে অজ্ঞাত পরিচয় আরও দুই জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে শাহবাগ থানায় ডিউটি অফিসার মোস্তাফিজুর রহমান জানান।

বাচ্চু মিয়া জানান, যাদের পরিচয় পাওয়া গেছে, তারা সবাই ‘অজ্ঞান পার্টির’ খপ্পরে পড়ার কথা বলেছেন। তাদের স্বজনদের খবর দিয়ে হাসপাতালে আসতে বলা হয়েছে।

পুলিশ কর্মকর্তারা বলছেন, ঈদসহ বিভিন্ন উৎসবকে কেন্দ্র করে ঢাকাসহ সারা দেশে এ ধরনের প্রতারক চক্রের তৎপরতা বেড়ে যায়। সাধারণ মানুষের ভাষায় এরা ‘অজ্ঞান পার্টি’ হিসাবে পরিচিত।

এদের খপ্পরে পড়ে চেতনানাশক ওষুধের প্রতিক্রিয়ায় অনেকের মৃত্যু হয়েছে। অনেকে আবার সর্বস্ব হারিয়ে দীর্ঘ মেয়াদী শারীরিক সমস্যায় ভুগেছেন।

গত ১৬ জুন রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ রকম ২৪ জনকে আটক করা হয়, যাদের কাছে চেতনানাশক বিভিন্ন ওষুধ পাওয়া গেছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ

x  Powerful Protection for WordPress, from Shield Security
This Site Is Protected By
Shield Security