সোমবার, এপ্রিল ২৯, ২০২৪

‘ধর্ষিতা নারী’ বলে বিপাকে সালমান

যা যা মিস করেছেন

আর কিছুদিন পরেই সালমান খান আবির্ভূত হবেন তার নতুন সিনেমা ‘সুলতান’-এ একজন কুস্তিগিরের ভূমিকায় । সিনেমাটি নিয়ে ভক্তদের প্রত্যাশার পারদ যখন তুঙ্গে, ঠিক তখনই সালমানের এক মন্তব্য বিতর্কের আগুন জ্বালিয়ে দিল গোটা ভারতে।

sultan salman the mail bd
‘সুলতান’-এ নিজের অভিনীত চরিত্রটির জন্য কঠোর পরিশ্রম করতে হয়েছে সালমানকে। শারিরীক এই কষ্টের কারণেই নাকি শুটিং শেষে নিজেকে ‘ধর্ষিতা নারী’র মতো লাগতো এই অভিনেতার।

এব্যাপারে সালমানের ভাষ্য, “যখন আমি কুস্তির মঞ্চ থেকে বের হয়ে আসতাম, নিজেকে সত্যি একজন ধর্ষিতা নারীর মতো মনে হত। আমার হয়ত এমনটা বলা উচিত নয়, কিন্তু এটাই সবচেয়ে কঠিন ছিল। আমি পা ফেলতে পারতাম না।”

‘সুলতান’-এর জন্য প্রতিদিন ‘অবিশ্বাস্য রকমের কঠিন’ কুস্তির মহড়া করতে হয়েছে বলেই দাবি করেন সালমান।

“প্রতিদিন ছয় ঘন্টা করে কুস্তি খেলতে হয়েছে, যা ছিল অবিশ্বাস্য রকমের কঠিন। ১২০ কেজি ওজনেরএকজন মানুষকে কাঁধে তুলে ছুঁড়ে ফেলার একটি দৃশ্যই ১০ বারবিভিন্ন ভঙ্গীতে করতে হয়েছে।”

ক্যারিয়ারের সবচেয়ে কঠিন সিনেমা ‘সুলতান’ই- এমনটাও দাবি করেন সালমান।

তিনি বলেন, “ক্যামেরার জন্য পাঁচটি ভিন্ন ভিন্ন দিক থেকে ১০ বার করে একই লোককে তুলেছি এবং আছাড়ে ফেলেছি। বাকি সময়টা সে আমাকে তুলেছে এবং আছাড় দিয়েছে। তাই বলা যায়, এটাই সবচেয়ে কষ্টের কাজ ছিল।”

সালমানের এই পুরো সাক্ষাৎকার থেকে কেবল ‘ধর্ষিতা নারী’র মন্তব্যটিকেই শিরোনাম করেছে গসিপ ওয়েবসাইট ‘স্পটবয়’। আর এতেই বেঁধেছে বিপত্তি।

সালমানের বিরুদ্ধে ফুঁসে উঠেছে পুরো নারী সমাজ, সামাজিক যোগাযোগের মাধ্যমে শুরু হয়েছে প্রতিবাদের ঝড়।

রাজনীতিবিদ শায়না এনসি টুইট করেন, “ধর্ষণ হল একজন নারীর আত্মবিশ্বাস ধ্বংস করার প্রক্রিয়া। যতদূর সালমানকে চিনি, আমি জানি তিনি নারীদের সম্মান করেন। তাই তার অবশ্যই ক্ষমা চাওয়া উচিত।”

একজন টুইটার ব্যবহারকারী লেখেন, “সালমান খান বললেন তার নাকি ধর্ষিতা নারীর মত অনুভূতি হয়েছে…বাহ, নিজের ক্লান্তি বোঝানোর জন্য কী দারুণ উপায় বেছে নিয়েছেন! যদি আপনি সালমান খানের ভক্ত হন, ভাল। তবে যদি আপনি এই মন্তব্যকে সমর্থন করেন, তাহলে আপনি জঘন্য লোক ছাড়া আর কিছুই না।”

তবে সেদিন এই সাক্ষাৎকারের সময় সালমানের সঙ্গে অনেক সাংবাদিকই উপস্থিত ছিলেন সেখানে, তাকে সম্পূর্ণ ভুল বুঝা হচ্ছে এমনটাও দাবী করেন একজন।

অ্যাবসোলিউট ইন্ডিয়াতে কর্মরত ভারতের বর্ষীয়ান সাংবাদিক ভারতী দুবে বলেন, “কেন গণমাধ্যমগুলো পুরো সাক্ষাৎকারটি তুলে না ধরে শুরু এই ধরণের অংশগুলো শিরোনাম করে? আমার এখনও মনে আছে, আমির খানের মন্তব্যকে অতিরঞ্জিত করে কীভাবে বিতর্কের সৃষ্টি করা হয়েছিল। সেদিনের অডিও রেকর্ডিংটা শোনা উচিত সবার।”

এদিকে ভারতের জাতীয় মহিলা পরিষদ সালমানকে আল্টিমেটাম দিয়েছে, এক সপ্তাহের মধ্যে ক্ষমা চাওয়ার জন্য।

সুঠামদেহী এক বীর কুস্তিগির হিসেবে সালমানের দেখা মিলবে এই ঈদে। আলী আব্বাস জাফরের পরিচালনায় ‘সুলতান’ মুক্তি পেতে চলেছে ৬ জুলাই।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ

x  Powerful Protection for WordPress, from Shield Security
This Site Is Protected By
Shield Security