মঙ্গলবার, নভেম্বর ২৮, ২০২৩

সর্বশেষ প্রাইমারিতেও বিজয়ী হয়েছেন হিলারি ক্লিনটন

যা যা মিস করেছেন

USA Elec the mail bd

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সর্বশেষ প্রাইমারিতেও বিজয়ী হয়েছেন ডেমোক্রেটিক দলের হিলারি ক্লিনটন। তিনি বার্ণি স্যান্ডার্সের বিরুদ্ধে মূলত প্রতীকী জয়লাভ করেছেন। এর মাধ্যমে প্রাইমারির দীর্ঘ পথ পাড়ি দিয়ে চূড়ান্তভাবে ডেমোক্রেটিক দলের প্রেসিডেন্ট প্রার্থী নির্বাচিত হলেন হিলারি।

সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি মঙ্গলবার অনুষ্ঠিত ওয়াশিংটন ডিসিতে জয় পেয়েছেন।  যদিও এর আগেই গত সপ্তাহে তিনি দলীয় প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার জন্য প্রয়োজনীয় সংখ্যক ডেলিগেটের সমর্থন নিশ্চিত করেন। দলীয় শেষ প্রাইমারিতে ৮৩ শতাংশ ভোট পড়ে।

এরমধ্যে ৭৯ শতাংশ ভোট পান হিলারি। হিলারির প্রতিদ্বন্দ্বী বার্নি স্যান্ডার্স পেয়েছেন মাত্র ২১ শতাংশ ভোট।

ফলে তিনিই হচ্ছেন ডেমোক্রেটিক দলের প্রেসিডেন্ট প্রার্থী। এবার নভেম্বরের নির্বাচনে তাকে রিপাবলিকান দলের সম্ভাব্য প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে মোকাবেলা করতে হবে। হিলারি হচ্ছেন যুক্তেরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম নারী প্রার্থী।

আগামী মাসে ফিলাডেলফিয়ায় ডেমোক্রেট দলের যে  কনভেনশন হতে চলেছে সেখানেই হিলারিকে প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়া হবে।

এদিকে মঙ্গলবার ওয়াশিংটন ডিসিতে জয় পাওয়ার পর নিজের একমাত্র প্রতিদ্বন্দ্বী বার্নি স্যান্ডার্সের সঙ্গে ৯০ মিনেট ধরে একান্তে বৈঠক করেন হিলারি। তারা দুজনই ওই বৈঠককে ‘ইতিবাচক’ হিসেবে উল্লেখ করেছেন।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ