মঙ্গলবার, নভেম্বর ২৮, ২০২৩

ঢাকায় নারী বাসযাত্রীর কাছ থেকে স্বর্ণের বার উদ্ধার

যা যা মিস করেছেন

ঢাকার উত্তরা এলাকায় একটি বাসে অভিযান চালিয়ে ১২টি সোনার বারসহ এক নারীকে আটক করেছে র‍্যাব। 

gold seized the mail bd
ফাইল ছবি

গ্রেপ্তার পারুল বেগম (৩৭) বরগুনা জেলার জাকির হোসেনের স্ত্রী।

শনিবার র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগে থেকে খবর পেয়ে শুক্রবার মধ্যরাতে উত্তরা পশ্চিম থানার আবদুল্লাহপুর বাসস্ট্যান্ডে দাঁড়ানো বেনাপোলগামী একটি বাস থেকে পারুলকে আটক করা হয়।

পরে তল্লাশি করে তার শরীরের বিভিন্নস্থানে লুকানো অবস্থায় প্রতিটি ১০০ গ্রাম ওজনের ১২টি সোনার বার পাওয়া যায়, যার আনুমানিক মূল্য ৫০ লাখ টাকা।

এতে বলা হয়, পারুল সোনার বারগুলো নিয়ে কলকাতা যাওয়ার উদ্দেশ্যে বেনাপোলগামী ওই বাসে ওঠেছিল। ঢাকায় বিভিন্নভাবে চোরাই হয়ে আসা সোনার বার এভাবেই ভারতে পাচার করা হয়।

আটক পারুল এর আগেও এভাবে সোনার বার পাচার করেছে তাকে জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে বিজ্ঞপ্তিতে জানায় র‌্যাব।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ