শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

২৫টিতে ভোটের আগেই আওয়ামী লীগের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

যা যা মিস করেছেন

UP election the mail bd
প্রথমধাপের ৭০টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে বিএনপির কোনো প্রার্থী নেই।  ২৫টিতে আওয়ামী লীগ ছাড়া আর কোনো দলের কেউই মনোনয়নপত্র দাখিল করেননি।  এই ২৫টিতে ভোটের আগেই আওয়ামী লীগের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
৭৩৮টি ইউপির মধ্যে আওয়ামী লীগের ৭৪১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।  এর মধ্যে তিনটি ইউপিতে দু’জন করে প্রার্থী রয়েছে।  নতুন আইন অনুযায়ী এই তিন ইউপিতে আওয়ামী লীগ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হওয়ার কথা।
গত সোমবার মনোনয়ন দাখিলের শেষদিনে বিএনপি ছাড়াও আরো বেশকয়েকটি দলের প্রার্থীরা কোথাও কোথাও মনোনয়পত্র দাখিল করতে পারেনি।  এ বিষয়ে নির্বাচন কমিশনে অভিযোগও দাখিল করা হয়েছে।  কিন্তু কমিশন জানিয়েছে, অভিযোগগুলো সুর্নিদিষ্ট নয়।  এজন্য কোন ব্যবস্থা নেয়া সম্ভব হচ্ছে না।

মঙ্গলবার নির্বাচন কমিশনের গণসংযোগ শাখার পরিচালক এসএম আসাদুজ্জামান আরজু প্রথম ধাপের ইউপি নির্বাচনের পাঠানো পরিসংখ্যান থেকে এ তথ্য পাওয়া যায়।

আসাদুজ্জামান বলেন, ‘এছাড়া ২২ ফেব্রুয়ারি মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে ৭৩৮টি ইউপিতে চেয়ারম্যান পদে ৩ হাজার ৫৬৮ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।  আর প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় একক প্রার্থী হিসেবে ২৫টি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীরা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন।’

তিনি আরও জানান, ২২ ফেব্রুয়ারি মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে ৭৩৮টি ইউপিতে তিন পদে ৩৯ হাজার ৪৩০ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে তিন হাজার ৫৬৮ জন।  এছাড়া সাধারণ সদস্য পদে ২৭ হাজার ৯৪৭ জন এবং মহিলা সদস্য পদে ৭ হাজার ৯১৫ জন মনোনয়নপত্র দাখিল করেন।

যে ২৫ ইউপিতে আওয়ামী লীগের কোনো প্রতিদ্বন্দ্বি নেই- ঝালকাঠির নলছিটির উপজেলার নাচনমইল; বাগেরহাটের মংলা উপজেলার সোনাইলতলা, রামপাল উপজেলার মালিকেরবে, চিতলমারির চরবানিয়ারি, বড়বাড়িয়া, হিজলা, সন্তোষপুর, কলাতলা, ফকিরহাট, মুলঘর, মোল্লাহাটের আটজুড়ি, কোদালিয়া, কুলিয়া, উদয়পুর, বেমরতা, বিষ্ণুপুর, ডেমা, গোটাপাড়া, যাত্রাপুর, মোড়েরগঞ্জের পঞ্চকরণ, বরগুনা সদরের বুড়িচর, ভোলা সদরের দক্ষিণ দিঘলদী, মাদারীপুর জেলার শিবচর উপজেলার কুতুবপুর, মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার জৈনসার এবং সাতক্ষীরা কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া ইউনিয়ন।

গত ১১ ফেব্রুয়ারি প্রথম দফায় ৭৫২টি ইউনিয়ন পরিষদে ২২ মার্চ ভোটগ্রহণের দিন নির্ধারণ করে ইসি।  তবে বিভিন্ন কারণে পরবর্তীতে ১৪টির তফসিল স্থগিত করা হয়েছে।

উল্লেখ্য, এবার সারা দেশে ছয় ধাপে ইউপি ভোট হচ্ছে। প্রথম ধাপে ভোট গ্রহণ ২২ মার্চ, দ্বিতীয় ধাপের ঘোষিত তফসিল অনুযায়ী, ৬৮৪ ইউপিতে ২ মার্চ পর্যন্ত মনোনয়নপত্র জমার শেষ দিন, ভোট ৩১ মার্চ।  এর পরে যথাক্রমে চার ধাপে ২৩ এপ্রিল ৭১১টি, ৭ মে ৭২৮টি, ২৮ মে ৭১৪টি এবং ৪ জুন ৬৬০টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।

 

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ

x  Powerful Protection for WordPress, from Shield Security
This Site Is Protected By
Shield Security