কুমিল্লার চান্দিনায় ডাকাত সন্দেহে দুইজনকে পিটিয়ে হত্যার খবর পাওয়া গেছে। শুক্রবার ভোরে রানীচর গ্রামের ব্রিজ সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, সোলেমান (২৮) ও কুমিল্লার দেবিদ্বার উপজেলার তেবারিয়া গ্রামের নুরুল ইসলামের ছেলে রুবেল (২৫)।
এছাড়া পিটুনিতে গুরুতর আহত হয়েছেন চান্দিনার বেলাশহর গ্রামের সেলিম মিয়ার ছেলে নাইম (২৮)। তাকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে চান্দিনা থানার উপপরিদর্শক (এসআই) জানান, বৃহস্পতিবার রাত ৩টার দিকে উপজেলার রানীচড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা দেবিদ্বার উপজেলার তবাড়িয়া গ্রামের বাসিন্দা। স্থানীয়রা ডাকাত সন্দেহে কয়েকজনকে পেটায়। এতে দুইজন ঘটনাস্থলেই মারা যায়। এছাড়া ডাকাত সন্দেহে আহত নাইমকে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।
লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।