গুলি করে মাকে হত্যা করলেন আইএস জঙ্গি

জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) এক জঙ্গি তাঁর মাকে হত্যা করেছেন। আইএস ছেড়ে আসতে বলায় সিরিয়ার রাকা শহরে জনসমক্ষে গুলি ছুড়ে ওই জঙ্গি তাঁর মাকে হত্যা করেন। খবর বিবিসির।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে শুক্রবার এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, আলী সাকর নামের ২১ বছর বয়সী ওই তরুণ বুধবার রাকা পোস্ট অফিসের পাশে তার মা লিনা আল কাসেমকে (৪৫) গুলি করে হত্যা করে।
২০১৩ সালের অগাস্টে রাকা দখল করার পর থেকে শহরটিকে নিজেদের ‘রাজধানী’ হিসেবে ব্যবহার করে আসছে আইএস জঙ্গিরা, যারা ইরাক ও সিরিয়ার বিরাট এলাকার নিয়ন্ত্রণ নিয়ে খেলাফত কায়েমের ঘোষণা দিয়েছে।
উগ্র এই গোষ্ঠী যে কোনো ধরনের ভিন্নমতের বিরুদ্ধে সব সময়ই খড়্গহস্ত। বিভিন্ন সময়ে ভিন্ন ধর্মের লোক বা বিদেশিদের শিরোশ্ছেদ করে সেই ভিডিও তারা ইন্টারনেটেও প্রকাশ করেছে।
যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের (এসওএইচআর) বরাত দিয়ে রয়টার্স জানায়, লিনা তার ছেলেকে বারবার বলতেন যে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন বাহিনী একসময় আইএসকে বিতাড়িত করবে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, ছেলেকে আইএস ছেড়ে পালাতে বলেছিলেন লিনা; রাকা ছেড়ে চলে যেতে বলেছিলেন নিরাপদ কোনো স্থানে। আলী এসব বিষয় আইএস নেতাদের বলে দিলে তারা লিনার ‘মৃত্যুদণ্ড’ দেয়।
নেতাদের নির্দেশ মেনে রাকা পোস্ট অফিসের কর্মী লিনাকে তার অফিসের সামনেই প্রকাশ্যে গুলি করে হত্যা করেন আলী।
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।