মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন খালেদার

যা যা মিস করেছেন

বিজয়ের ৪৪তম বার্ষিকীতে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

khaleda at sriti soudho the mail bd

দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে নিয়ে বুধবার সকাল ১০টা ৫৫ মিনিট স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, মহিলাদলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানাসহ দলের সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এসময় উপস্থিত ছিলেন।

পরে যুবদল, ছাত্রদল, মহিলাদল, স্বেচ্ছাসেবক দল, জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্মসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করা হয়।

শ্রদ্ধা নিবেদনের আগে আবদুল মঈন খান সাংবাদিকদের বলেন, “বিজয়ের ৪৪ বছরেও দেশে গণতন্ত্র নেই, সুশাসন নেই। অর্থনৈতিক মুক্তির কথা সরকার ঢাকঢোল পিটিয়ে বললেও বাস্তবিক অর্থে এর কোনো অস্তিত্ব নেই।

“বিরোধী দল হয়ে আমরা সভা-সমাবেশের অধিকার পাই না। তাহলে কিসের বিজয় অর্জন করলাম?”

বিজয় দিবসে গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার এই অবরুদ্ধ অবস্থা থেকে দেশকে মুক্ত করার অঙ্গীকার করতে আহ্বান জানান তিনি।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ

x  Powerful Protection for WordPress, from Shield Security
This Site Is Protected By
Shield Security