মঙ্গলবার, নভেম্বর ২৮, ২০২৩

ঐক্য গড়ে তোলার আহ্বান জানান সজীব ওয়াজেদ জয়।

যা যা মিস করেছেন

sojib owajed the mail bd

 

রাজধানীর সোনারগাঁও হোটেলে শুক্রবার সন্ধ্যায় ‘জাতীয় ঐক্যের ডাক, মুক্তিযুদ্ধের চেতনায় জাতীয় ঐক্য প্রতিষ্ঠার অঙ্গীকার’ শীর্ষক এক অনুষ্ঠানে আগামী বিজয় দিবসের আগেই জাতীয় ঐক্য প্রতিষ্ঠার আহ্বান জানান প্রধানমন্ত্রীপুত্র জয়।

মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের লক্ষ্যে যারা রাজনীতিতে আছেন তাদের সঙ্গে ‘সুশীলদের’ও দেশের স্বার্থে ঐক্য গড়ে তোলার আহ্বান জানান সজীব ওয়াজেদ জয়।

তিনি বলেন, “বাংলাদেশের সকল মানুষ, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, নাস্তিক আমরা সবাই ঐক্যবদ্ধ হব।

“তবে রাজাকার, আল-বদর, আল-শামস, যুদ্ধাপরাধীদের সঙ্গে কোনো দিন আমাদের ঐক্য হবে না, তাদের আমরা চাই না।

জয় বলেন, “আমরা সবাই রাজাকার, জঙ্গিবাদ এবং তাদের সমর্থক বাদে সকল বাঙালি এই ১৬ ডিসেম্বরের আগে ভবিষ্যতের জন্য ঐক্যবদ্ধ হই। বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, বাংলাদেশের উন্নয়নের জন্য আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করি।”

জাতীয় ঐক্য ধরে রাখতে স্বাধীনতার পক্ষের শক্তিকে ক্ষমতায় রাখতেও সবার প্রতি আহ্বান জানান তিনি।

সজীব ওয়াজেদ জয় বলেন, “আমরা চাই দেশ এগিয়ে যেতে থাকুক, মানুষের জীবনের উন্নয়ন হোক, সবাই ভাল থাকুক।

“আমরা বাঙালি, বাংলাদেশি, আমাদের সুবজ-লাল পতাকা, আমাদের স্লোগান জয় বাংলা। এটা বাংলাদেশের স্লোগান, আমাদের স্বাধীনতার স্লোগান।”

কথিত সুশীল সমাজের সমালোচনা করে প্রধানমন্ত্রীপুত্র বলেন, “দেশে পরামর্শ দেওয়ার লোকের অভাব নেই। তবে ভাল কাজ করার সময় লোক পাওয়া যায় না।”

ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণী, শ্যামলী নাসরিন চৌধুরী, জাতীয় দলের সাবেক ক্রিকেটার রকিবুল হাসান, যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তুরিন আফরোজ এবং এই অনুষ্ঠানের আয়োজক সংগঠন ‘সুচিন্তা বাংলাদেশ’র নির্বাহী পরিচালক মোহাম্মদ এ আরাফাত বক্তব্য দেন।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ