বুধবার, এপ্রিল ২৪, ২০২৪

নির্বাচনের নামে প্রহসনের আয়োজন করা হচ্ছে : খালেদা জিয়া

যা যা মিস করেছেন

নির্বাচন কমিশনের কঠোর সমালোচনা করে বিএনপি নেত্রী বলেন, “এই কমিশন অথর্ব। এদের কাছে থেকে সুষ্ঠু ও অবাধ নির্বাচন আশা করতে পারি না, পাবো না।”

আসন্ন পৌর নির্বাচনকে ‘লোকদেখানো’ অভিযোগ করে তিনি বলেন, “আজ নির্বাচনের নামে এটা শুধু প্রহসন করা হচ্ছে। এটা প্রহসন।” Khaleda Zia the mail bd

খালেদা জিয়া বলেন, “আপনারা ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন দেখেছেন, এখনো তারা (সরকার) একই অবস্থা করছে। আমাদের লোকজনকে মনোনয়নপত্র জমা দিতে দেয়নি। আমাদের লোকজনকে গণহারে গ্রেপ্তার করছে, যাতে কেউ নির্বাচনে কাজ করতে না পারে।”

গত এপ্রিলে অনুষ্ঠিত ঢাকা ও চট্টগ্রামের সিটি করপোরেশন নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে মাঝপথে সরে দাঁড়ান বিএনপির প্রার্থীরা। ওই নির্বাচনে অনিয়মের নানা ঘটনা গণমাধ্যমে আসে।

মঙ্গলবার রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক অনুষ্ঠানে বক্তব্য দেন খালেদা জিয়া।

ছাত্রলীগ, যুবলীগ ও পুলিশ বিএনপির লোকজনকে নির্বাচনে অংশ নিতে বাধা দিচ্ছে ও হয়রানি করছে বলে অভিযোগ করেন তিনি।

“পুলিশ বাহিনীকে নির্দেশ দেওয়া হচ্ছে, তারা বাধ্য হয়ে এসব কাজ করছে,” বলেন খালেদা জিয়া।

বিএনপি নেত্রী বলেন, “আমি বলব, এটা ডিসেম্বর মাস, আমাদের বিজয়ের মাস। জাগুন, জাগুন, দেশ বাঁচান। এখন আমাদের জাগতে হবে, সময় এসেছে গণতন্ত্র ফিরিয়ে আনুন।”

সরকারের ‘অপকর্মের’ বিরুদ্ধে সবাইকে ‘জেগে ওঠার’ আহ্বান জানান তিনি।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ

x  Powerful Protection for WordPress, from Shield Security
This Site Is Protected By
Shield Security