মঙ্গলবার, মার্চ ২১, ২০২৩

গেইল এসেছেন বিনোদন দিতে

যা যা মিস করেছেন

বরিশাল বুলসের হয়ে রোববার মাঠে নামবেন গেইল। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এই বাঁহাতি উদ্বোধনী ব্যাটসম্যানের ফেরার ম্যাচে প্রতিপক্ষ সিলেট সুপার স্টার্স।
দীর্ঘদিনের পিঠের চোট থেকে মুক্তি পেতে গত অগাস্টের শুরুতে অস্ত্রোপচার করিয়েছেন গেইল।  গত জুলাইয়ে সিপিএলে শেষ ক্রিকেট খেলা এই উদ্বোধনী ব্যাটসম্যান জানান, আবার দলের সঙ্গে অনুশীলন করতে পেরে খুশি তিনি। Gayle in dhaka the mail bd
“গত জুলাইয়ে শেষ সিপিএলে ক্রিকেট খেলেছিলাম। আমাকে ধীরে ধীরে ফিরে আসতে হবে। আমি সামনের দিকে তাকিয়ে আছি এবং ভক্তদের বিনোদন দিতে চাই। জানি না প্রথম ম্যাচে কি হবে। কিন্তু মাঠে ফেরাটা আমি উপভোগ করব। আশা করি, আমার সামনে লম্বা একটা ক্যারিয়ার পড়ে আছে। বিশ্বজুড়ে খেলতে আর মানুষকে বিনোদন দিতে পারব।”
বিপিএলে গেইলের রেকর্ড দারুণ, এই টুর্নামেন্টে ৬ ম্যাচে গেইলের রান ৪০২, গড় ১০০.৫০ আর স্ট্রাইক রেট ১৯৬.০৯। ৬ ইনিংসে ছক্কা মেরেছেন ৩৮টি! সেই কথা মনে রেখেই ঢাকা পৌঁছেই জানান, ছক্কা হাঁকাতে এসেছেন তিনি। আর শতকের বুকিং তো দিয়েছেন ঢাকায় আসার আগেই।

More articles

সর্বশেষ