শনিবার, সেপ্টেম্বর ১৪, ২০২৪

বাংলাদেশেও চলছে না সালমানের সিনেমা

বাংলাদেশে ভালো চলছে না বলিউড ভাইজান সালমান খান অভিনীত সিনেমা ‘কিসি কা ভাই কিসি কি জান’। ২৫ আগস্ট দেশের ৩২টি সিনেমা হলে মুক্তি পেয়েছে ছবিটি।

ভারতেও সিনেমাটি ভালো চলেনি। সালমান খানের এই সিনেমা বাংলাদেশে মুক্তি পেয়েছে ভারতে মুক্তির কয়েক মাস পর।

স্টার সিনেপ্লেক্সের পাঁচ শাখায় প্রতিদিন ‘কিসি কা ভাই কিসি কি জান’-এর ১৮টি শো দেখানো হচ্ছে বলে জানা গেছে।

প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, ছবিটি একেবারেই চলছে না। অবশ্য এটি থেকে আমরা খুব একটা প্রত্যাশাও করিনি। একে তো পুরোনো সিনেমা, ওটিটিতেও চলে এসেছে অনেক আগে। তা ছাড়া ভারতেও চলেনি সিনেমাটি।

ঢাকার লায়ন সিনেমাস, ব্লকবাস্টার সিনেমাস, চট্টগ্রামের সিলভার স্ক্রিনসহ অন্য হলগুলোর অবস্থা একই।

মধুমিতা সিনেমা হলের কর্ণধার ইফতেখার উদ্দিন নওশাদ জানান, ‘সালমান খানের এই ছবি তারকাবিহীন বাংলাদেশের যে কোনো সিনেমার চেয়েও খারাপ যাচ্ছে।’

এর আগে গত বাংলাদেশি দর্শকদের ছবিটি দেখার আমন্ত্রণ জানিয়ে সামাজিকমাধ্যমে ছবির একটি পোস্টার শেয়ার করেন সালমান খান। তিনি ক্যাপশনে লেখেন— আজ বাংলাদেশে মুক্তি পাচ্ছে ‘কিসি কা ভাই কিসি কি জান’। অ্যাকশন, কৌতুক ও বিনোদনের পরিপূর্ণ স্বাদ নিতে তৈরি হয়ে যান!

জানা গেছে, সালমান খানের এ সিনেমা বাংলাদেশে আনতে খরচ পড়েছে ৫০ লাখ টাকা। যেখানে শাহরুখের ‘পাঠান’ আনতে খরচ হয়েছিল মাত্র ১১ লাখ টাকা।

এত বেশি খরচ প্রসঙ্গে ছবিটির বাংলাদেশে আমদানিকারক প্রতিষ্ঠান এন ইউ আহম্মদ ট্রেডার্সের কর্ণধার কামাল মোহাম্মদ কিবরিয়া বলেন, ছবিটি ভারতে মুক্তির আগেই আমরা চুক্তি করেছিলাম। কারণ এটি সালমানের ছবি। ফলে বড় অঙ্কের টাকা দিতে হয়েছে। তখন তো বুঝিনি, সালমান খানের ছবি ভারতে ব্লকবাস্টার হবে না। ভারতে মুক্তির পর চুক্তি করলে এত টাকা দিয়ে ছবিটি নিতাম না।

‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবিতে সালমান খানের বিপরীতে অভিনয় করেছেন পূজা হেগড়ে। এতে অন্যান্য চরিত্রে আরও আছেন ভেঙ্কটেশ, জগপতি বাবু, শেহনাজ গিল, সিদ্ধার্থ নিগম, জেসি গিল, পলক তিওয়ারি, রাঘব জুয়ালসহ আরও অনেকে। ছবিটি পরিচালনা করেন ফরহাদ সামজি।

প্রায় ২২৫ কোটি রুপি খরচ করে নির্মিত হয়েছে ‘কিসি কা ভাই কিসি কি জান’। ভারত থেকে এটি ১১০ কোটি ৫৩ লাখ রুপি আয় করতে পেরেছে বলে সংবাদমাধ্যমের খবরে জানা গেছে।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

সর্বশেষ

জলঢাকায় নার্সদের মানববন্ধন