মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪

বশেমুরবিপ্রবিতে বি ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

যা যা মিস করেছেন

জহরুল ইসলাম, বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষের বি ইউনিটভুক্ত মানবিক অনুষদের গুচ্ছ ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

২০ মে (শনিবার) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত অনুষ্ঠিত বি ইউনিটভুক্ত মানবিক অনুষদের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ছিল শতকরা ৯৮.৫৯ ভাগ। বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ২,১৩৬ জন পরীক্ষার্থীর মধ্যে ২১০৬ জন অংশগ্রহণ করেন।

পরীক্ষা হল পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.একিউএম মাহবুব, কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোবারক হোসেন, রেজিস্ট্রার দলিলুর রহমান, প্রক্টর ড. কামরুজ্জামান, সহকারী প্রক্টর সাদ্দাম হোসেন, সহকারী প্রক্টর গাজী মোহাম্মদ মাহবুব, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাকিয়া সুলতানা মুক্তা।

হল পরিদর্শন শেষে উপাচার্য প্রফেসর ড. একিউএম. মাহবুব বলেন, “এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর আমরা পাই নি। পরীক্ষা সুষ্ঠুভাবেই সম্পন্ন হচ্ছে। অন্যান্য বারের থেকে এবার পরীক্ষার্থীদের হার তুলনামূলক বেশি ছিলো। পরীক্ষার্থী ও অভিভাবকদের হয়রানির কথা বিবেচনায় রেখে আমরা পরীক্ষার সময় দুপুর ১২ টায় নির্ধারণ করেছি, যেন তারা সকালে এসে বিকালে চলে যেতে পারে। গুচ্ছ ভর্তি পরীক্ষার কারনে শিক্ষার্থীদের শারীরিক মানসিক হয়রানি কমেছে।

উল্লেখ্য, আগামী ২৭ মে সি ইউনিটভুক্ত বানিজ্য অনুষদ এবং ৩ জুন এ ইউনিটভুক্ত বিজ্ঞান অনুষদের গুচ্ছভুক্ত দেশের ২২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ

x  Powerful Protection for WordPress, from Shield Security
This Site Is Protected By
Shield Security